পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ভারতের পরবর্তী প্রধান বিচারপতি এনভি রামানা - এনভি রামান্না

ভারতের পরবর্তী প্রধান বিচারপতি পদে নিযুক্ত হলেন এনভি রামানা ৷ সোমবার রাতেই তাঁর নিয়োগে ছাড়পত্র দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ আগামী 24 এপ্রিল দায়িত্বভার গ্রহণ করবেন তিনি ৷ তাঁর কার্যকালের মেয়াদ শেষ হবে 2022 সালের 26 অগাস্ট ৷

Justice NV Ramana Appointed Next Chief Justice Of India By President
ভারতের নতুন প্রধান বিচারপতি হচ্ছেন এনভি রামান্না

By

Published : Apr 6, 2021, 11:11 AM IST

Updated : Apr 6, 2021, 11:50 AM IST

নয়াদিল্লি, 6 এপ্রিল : ভারতের পরবর্তী প্রধান বিচারপতি পদে নিযুক্ত হলেন নুথালাপতি ভেঙ্কট রামানা বা এনভি রামানা ৷ সোমবার রাতেই তাঁর নিয়োগে ছাড়পত্র দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷

সোমবার রাতেই এনভি রামানার নিয়োগে ছাড়পত্র দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷

ভারতের 48তম প্রধান বিচারপতি হিসাবে শপথ নেবেন এনভি রামানা ৷ 2014 সালের 17 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত করা হয় তাঁকে ৷

আগামী 23 এপ্রিল প্রধান বিচারপতি পদের মেয়াদ শেষ হবে বিচারপতি এসএ বোবদের ৷ পরদিন, অর্থাৎ 24 এপ্রিল তাঁর উত্তরসূরি হিসাবে দায়িত্ব গ্রহণ করবেন বিচারপতি রামানা ৷

আরও পড়ুন :উত্তরসূরী হিসাবে এনভি রামান্নার নাম প্রস্তাব বিচারপতি বোবদের

16 মাসেরও বেশি সময় ধরে প্রধান বিচারপতি পদে আসীন থাকবেন এনভি রামানা ৷ তাঁর কার্যকালের মেয়াদ শেষ হবে 2022 সালের 26 অগাস্ট ৷ যা গত প্রায় এক দশকে দীর্ঘতম ৷ এর আগে 2010 সালের মে মাস থেকে 2012 সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত একটানা প্রধান বিচারপতির দায়িত্ব সামলেছিলেন বিচারপতি এসএইচ কাপাড়িয়া ৷

Last Updated : Apr 6, 2021, 11:50 AM IST

ABOUT THE AUTHOR

...view details