পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Green Bench: সাংবিধানিক বেঞ্চকে 'গ্রিন বেঞ্চ' ঘোষণা বিচারপতির, বন্ধ কাগজের ব্যবহার - বিচারপতি ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়

সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন (Justice DY Chandrachud) সাংবিধানিক বেঞ্চকে (Constitution Bench) বুধবার 'গ্রিন বেঞ্চ' (Green Bench) বা পরিবেশবান্ধব বেঞ্চ হিসাবে ঘোষণা করা হল ৷ বিচারপতি চন্দ্রচূড় নিজেই এই ঘোষণা করেছেন ৷ এরপর থেকে এই বেঞ্চে আর কাগজ ব্যবহার না-করার জন্য আইনজীবীদের নির্দেশ দেওয়া হয়েছে ৷

Justice DY Chandrachud decleres Constitution Bench as Green Bench
Green Bench: সাংবিধানিক বেঞ্চকে 'গ্রিন বেঞ্চ' ঘোষণা বিচারপতির, বন্ধ কাগজের ব্যবহার

By

Published : Sep 7, 2022, 4:04 PM IST

নয়াদিল্লি, 7 সেপ্টেম্বর: তাঁর নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চকে (Constitution Bench) 'গ্রিন বেঞ্চ' (Green Bench) বা পরিবেশবান্ধব বেঞ্চ হিসাবে ঘোষণা করলেন সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় (Justice DY Chandrachud) ৷ বুধবার এই ঘোষণা করার সময় বিচারপতি আইনজীবীদের উদ্দেশে একটি নির্দেশও দেন ৷ তিনি বলেন, এবার থেকে এই বেঞ্চে মামলার নথি হিসাবে কোনও কাগজ জমা দেওয়া যাবে না ৷ বদলে নথির 'সফট কপি' বা ডিজিট্যাল সংস্করণ জমা দিতে হবে ৷

এদিন এই প্রসঙ্গে বিচারপতি ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড় (Justice Dhananjaya Yeshwant Chandrachud) বলেন, "আমরা এই বেঞ্চকে সম্পূর্ণ রূপে গ্রিন বেঞ্চ হিসাবেই রাখতে চাই ৷ তাই এখানে আর কোনও কাগজ থাকবে না ৷ অনুগ্রহ করে কোনও কাগজ সঙ্গে আনবেন না ৷" বিচারপতির এই কথা শুনে বেজায় ফাঁপড়ে পড়ে যান এজলাসে উপস্থিত আইনজীবীরা ৷ তাঁরা বলেন, তাঁদের পক্ষে সবসময় এই নির্দেশ মেনে চলা কঠিন ৷ কারণ, তাঁরা সকলে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারে খুব একটা সড়গড় নন ৷

আরও পড়ুন:দলের নাম-প্রতীকে ধর্মের উল্লেখের বিরুদ্ধে পিটিশন, কমিশনকে নোটিশ সুপ্রিম কোর্টের

একথা জানার পর বিচারপতি চন্দ্রচূড় বলেন, এই বিষয়ে আইনজীবীদের দুশ্চিন্তার কোনও কারণ নেই ৷ শুনানি চলাকালীন কীভাবে এজলাসে ডিজিট্যাল নথি পেশ করতে হবে, সেই বিষয়ে তাঁদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে ৷ প্রত্যেক শনিবার সুপ্রিম কোর্ট রেজিস্ট্রি এবং আইটি সেলের পক্ষ থেকে আইনজীবীদের এই প্রশিক্ষণ দেওয়া হবে ৷

সাংবিধানিক বেঞ্চের অন্যতম সদস্য বিচারপতি এমআর শাহ (Justice MR Shah) বলেন, "আমাদেরও এই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল ৷ কোনও না-কোনও দিন তো আপনাদেরও শুরু করতে হবে ৷" এই প্রসঙ্গ টেনেই বিচারপতি চন্দ্রচূড় বলেন, "মহাসচিব এবং আইটি সেলের প্রধান প্রযুক্তি সংক্রান্ত বিষয়ে অত্যন্ত পারদর্শী ৷ ওঁরা প্রত্যেক শনিবার প্রবীণ আইনজীবীদের প্রযুক্তির ব্যবহার সম্পর্কে প্রশিক্ষণ দিতে রাজি আছেন ৷" সাংবিধানিক বেঞ্চের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন পরিবেশপ্রেমীরা ৷

ABOUT THE AUTHOR

...view details