নয়াদিল্লি, 12 ডিসেম্বর: বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি (Chief Justice of Bombay High Court) দীপঙ্কর দত্তকে (Justice Dipankar Datta) সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি হিসাবে শপথবাক্য (Oath) পাঠ করালেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় (CJI D Y Chandrachud) ৷ সোমবার শীর্ষ আদালতের বিচারপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন দীপঙ্কর দত্ত ৷ উল্লেখ্য, বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব পালন ছাড়াও এর আগে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতির দায়িত্ব সামলেছেন তিনি ৷
বিচারপতি দত্তের পরিবারও আইন ও আদালতের সঙ্গে যুক্ত ৷ তাঁর বাবা প্রয়াত সলিলকুমার দত্ত কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিলেন ৷ সুপ্রিম কোর্টের আরও এক প্রাক্তন বিচারপতি অমিতাভ রায় বিচারপতি দত্তের আত্মীয় ৷ সোমবার সকাল 10টা 36 মিনিটে সুপ্রিম কোর্টের 1 নম্বর কোর্ট রুমে বিচারপতি দত্তকে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি ৷ প্রসঙ্গত, এই মুহূর্তে শীর্ষ আদালতে সব মিলিয়ে মোট 34 জন বিচারপতি (প্রধান বিচারপতি-সহ) থাকার অনুমোদন রয়েছে ৷ বিচারপতি দত্তের শপথগ্রহণের পর সংখ্যাটি হল 28 ৷ অর্থাৎ এরপরও 6টি আসন ফাঁকা রইল ৷ রবিবারই সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে দীপঙ্কর দত্তের নাম ঘোষণা করা হয় ৷ আইন মন্ত্রকের বিচার বিভাগের তরফ থেকে জারি করা একটি বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয় ৷