পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Justice DY Chandrachud: দেশের পরবর্তী প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়

সোমবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দেশের পরবর্তী প্রধান বিচারপতি (CJI) হিসেবে ডি ওয়াই চন্দ্রচূড়ের (Dhananjaya Yeshwant Chandrachud) চূড়ান্ত করেছে ৷ এই খবর দিয়ে টুইট করেছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু ৷

Justice D Y Chandrachud appointed next CJI
Justice DY Chandrachud: দেশের পরবর্তী প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়

By

Published : Oct 17, 2022, 8:14 PM IST

নয়াদিল্লি, 17 অক্টোবর: দেশের পরবর্তী প্রধান বিচারপতি (CJI) হতে চলেছেন ডি ওয়াই চন্দ্রচূড় (Justice DY Chandrachud) ৷ তিনি দেশের 50তম প্রধান বিচারপতি হতে চলেছেন ৷ সোমবার একথা জানিয়েছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু (Union Law Minsiter Kiren Rijiju) ৷

গত অগস্টেই দেশের প্রধান বিচারপতির পদ থেকে অবসর নেন এনভি রামানা ৷ তাঁর পর ওই দেশের 49তম প্রধান বিচারপতি হয়েছিলেন ইউ ইউ ললিত ৷ তবে তাঁর মেয়াদ ছিল মাত্র 74 দিনের ৷ সেই মেয়াদ শেষ হওয়ার প্রধান বিচারপতি পদে বসতে চলেছেন চন্দ্রচূড় ৷

আগামী 8 নভেম্বর 65 বছর বয়সী ললিত প্রধান বিচারপতির পদ থেকে অবসর নেবেন ৷ তার পরদিনই ওই পদে শপথ গ্রহণ করবেন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ৷ তাঁকে শপথ গ্রহণ করাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Droupadi Murmu) ৷ পরবর্তী দু’বছর ওই পদে থাকবেন তিনি ৷ 2024 সালের 10 নভেম্বর দেশের প্রধান বিচারপতির পদ থেকে তিনি অবসর গ্রহণ করবেন ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন বিচারপতি চন্দ্রচূড়ের পুরো নাম ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড় (Dhananjaya Yeshwant Chandrachud) ৷ 1959 সালের 11 নভেম্বর তাঁর জন্ম ৷ ফলে জন্মদিনের ঠিক দু’দিন আগেই দেশের বিচার ব্যবস্থার সর্বোচ্চ পদে বসতে চলেছেন তিনি৷ পারিবারিক সূত্রেই আইনি পেশায় এসেছিলেন তিনি ৷ তাঁর বাবা যশবন্ত বিষ্ণু চন্দ্রচূড়ও ভারতের প্রধান বিচারপতি ছিলেন ৷

তিনি এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন ৷ বম্বে হাইকোর্টেও (Bombay High Court) বিচারপতিও দায়িত্ব পালন করেছেন ৷ দীর্ঘ সময় ধরে সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি রয়েছেন তিনি ৷

আরও পড়ুন:দেশের পরবর্তী প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, জানালেন বর্তমান প্রধান বিচারপতি

ABOUT THE AUTHOR

...view details