নয়াদিল্লি, 17 অক্টোবর: দেশের পরবর্তী প্রধান বিচারপতি (CJI) হতে চলেছেন ডি ওয়াই চন্দ্রচূড় (Justice DY Chandrachud) ৷ তিনি দেশের 50তম প্রধান বিচারপতি হতে চলেছেন ৷ সোমবার একথা জানিয়েছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু (Union Law Minsiter Kiren Rijiju) ৷
গত অগস্টেই দেশের প্রধান বিচারপতির পদ থেকে অবসর নেন এনভি রামানা ৷ তাঁর পর ওই দেশের 49তম প্রধান বিচারপতি হয়েছিলেন ইউ ইউ ললিত ৷ তবে তাঁর মেয়াদ ছিল মাত্র 74 দিনের ৷ সেই মেয়াদ শেষ হওয়ার প্রধান বিচারপতি পদে বসতে চলেছেন চন্দ্রচূড় ৷
আগামী 8 নভেম্বর 65 বছর বয়সী ললিত প্রধান বিচারপতির পদ থেকে অবসর নেবেন ৷ তার পরদিনই ওই পদে শপথ গ্রহণ করবেন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ৷ তাঁকে শপথ গ্রহণ করাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Droupadi Murmu) ৷ পরবর্তী দু’বছর ওই পদে থাকবেন তিনি ৷ 2024 সালের 10 নভেম্বর দেশের প্রধান বিচারপতির পদ থেকে তিনি অবসর গ্রহণ করবেন ৷