আরাহ, 18 মে : জমি সংক্রান্ত বিবাদে 1914 সালে বিহারের আরাহ আদালতের দ্বারস্থ হয়েছিলেন দরবারি সিং ৷ মাত্র ‘108’ বছর পর সেই মামলায় রায় দিল আদালত ৷ একশো বছরের বেশি সময় ধরে চলা এই মামলা দাখিলের সময়ের বিবাদী বা আইনজীবী প্রত্যেকেই মারা গিয়েছেন ৷ তবুও মামলা থেমে থাকেনি ৷ এদিন রায়দানে উপস্থিত ছিলেন বিবাদীর চতুর্থ প্রজন্ম এবং আইনজীবীর তৃতীয় প্রজন্ম (Justice after 108 years in Land dispute case filed in Arrah Civil Court) ৷
এক শতাব্দী পরেও মামলার রায় পেয়ে খুশি অতুল সিং, অরবিন্দ সিংরা ৷ মার্চ মাসে মামলাটির রায়দান হয় ৷ এপ্রিল মাসে সংশোধনের সমস্ত প্রক্রিয়া শেষ হয়েছে ।
108 বছর আগে মোট 9 একর জমির জন্য আইনি লড়াই শুরু হয়েছিল ৷ কৈলওয়ার থেকে বাবুরা পর্যন্ত সড়কে এখনও 3 একর জমি খালি রয়েছে । জমিটি ছিল কৈলওয়ারের বাসিন্দা নাথুনি খানের । 1947 সালে দেশভাগের সময় তাঁর বংশধররা পাকিস্তানে চলে যায় ৷ মামলা শুরু হলে ম্যাজিস্ট্রেট 1931 সালে 146 ধারায় গোটা জমি বাজেয়াপ্ত করার নির্দেশ দেন । এরপর দরবারি সিং জমিটি পেতে আদালতে ফের মামলা করেন । 1992 সালে আদালত জমি দখলের পক্ষে আদেশ দেন । সে সময়েই ফের বিবাদী পক্ষ আপিল করে ।
আরও পড়ুন : তিনদশকের রোজনামচা, মেয়েকে বড় করতে পুুরুষ পরিচয়েই বাঁচছেন পেচিয়াম্মাল
দরবারি সিংয়ের নাতি অরবিন্দ সিং বলেন, ‘‘ন্যায় বিচারে খুশি ৷ কিন্তু আমাদের দেশের বিচারব্যবস্থা এতটাই জটিল, সিদ্ধান্তের জন্য বছরের পর বছর অপেক্ষা করতে হয় । 4 প্রজন্ম পর এই সিদ্ধান্ত এসেছে ।’’ বিবাদী পক্ষের আইনজীবী সত্যেন্দ্র নারায়ণ সিং বলেন, ‘‘এই মামলাটিতে আমাদের 3 প্রজন্ম আইনজীবী হিসেবে লড়েছে । এরপর এই সিদ্ধান্ত এসেছে । আমরা এই সিদ্ধান্তকে সম্মান জানাই ।’’