ভোপাল, 10 অগস্ট: রাহুলের ফ্লাইং কিস ঘিরে তোলপাড়, প্রতিবাদে সরব বিজেপির মহিলা সাংসদরা। "একটু ভাবুন, মণিপুরে মহিলাদের কেমন আছেন ?", সামাজিক মাধ্যমে সরাসরি প্রশ্ন ছুড়লেন এক মহিলা আইএএস ৷ মধ্যপ্রদেশের মহিলা আমলা শৈলবালা মার্টিন অভিযোগকারী বিজেপি সাংসদদের প্রশ্ন ছুড়লেন, "একবার ভাবুন, মণিপুরের মহিলারা কী অনুভব করেছেন ?" মহিলা আমলা বর্তমানে বিজেপি শাসিত মধ্যপ্রদেশে উচ্চ প্রশাসনিক পদে আসীন রয়েছেন ৷ তিনি এখন ভোপালে থাকেন ৷
বুধবার সাংসদ রাহুল গান্ধিকে ঘিরে 'ফ্লাইং কিস' বিতর্ক তৈরি হয়েছে ৷ কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি তাঁর বিরুদ্ধে অভব্য আচরণের অভিযোগ তুলেছেন ৷ বিজেপি মহিলা সাংসদেরা রাহুলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে অধ্যক্ষের কাছে চিঠি পাঠিয়েছেন ৷ তাঁদের স্বাক্ষরিত চিঠি সোশাল মিডিয়ায় ছেয়ে গিয়েছে ৷
বুধবার লোকসভায় অনাস্থা প্রস্তাবে ভাষণ দেন রাহুল গান্ধি ৷ সাংসদ পদ ফিরে পেয়ে সংসদের মধ্যে এটাই তাঁর প্রথম বক্তৃতা ছিল ৷ তাঁর পরে বলতে ওঠেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি ৷ তিনি ভরা লোকসভায় অভিযোগ করেন, "রাহুল গান্ধি সংসদের মধ্যে ফ্লাইং কিস ছুড়েছেন ৷ এতে সংসদে উপস্থিত মহিলাদের প্রতি অভব্য আচরণ করা হয়েছে ৷" এরপরই বিজেপির মহিলা সাংসদরা রাহুলের বিরুদ্ধে লোকসভার অধ্যক্ষের অভিযোগ জানান ৷ এ নিয়ে রীতিমতো উত্তপ্ত হয়েছে সংসদ চত্বর তথা রাজনীতি ৷