গান্ধিনগর, 29 জানুয়ারি: প্রায়শই গুজরাতে সরকারি প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার ঘটনা ঘটে আর তার সঙ্গে পরীক্ষার্থীদের প্রস্তুতি নষ্ট হয়ে যায় ৷ 29 জানুয়ারি অর্থাৎ আজ রবিবার জুনিয়র ক্লার্ক পরীক্ষা 2018 অনুষ্ঠিত হওয়ার কথা ছিল । কিন্তু তা বাতিল করা হয়েছে (Todays Junior Clerk Exam Postponed for Paper Leak)৷ কারণ পরীক্ষার পাঁচ ঘণ্টা আগে পঞ্চায়েত দফতর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে কোনও পরীক্ষার্থী যেন পরীক্ষা কেন্দ্রে না যায় কারণ প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছে (Junior Clerk Exam Paper Leaked in Gujarat)৷ এছাড়াও গুজরাত পঞ্চায়েত পরিষেবা নির্বাচন বোর্ডও পরীক্ষা স্থগিতের ঘোষণা করেছে ৷ এই ঘটনায় পুলিশ মামলা করে 10 জনেরও বেশি আসামিকে গ্রেফতার করেছে ৷ এছাড়াও তদন্তের জন্য গুজরাত এটিএস টিমকে অন্যান্য রাজ্যেও পাঠানো হয়েছে ৷
পরীক্ষা বাতিলের আনুষ্ঠানিক ঘোষণা: জুনিয়র ক্লার্ক নিয়োগের পরীক্ষা যা আজ সকাল 11টা থেকে 12টা পর্যন্ত হওয়ার কথা ছিল প্রশ্ন ফাঁসের জেরে তা স্থগিত করা হয় ৷ পুলিশের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জানা গিয়েছে, পরীক্ষার দিন সকালে সন্দেহভাজন একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করার সময় তার কাছ থেকে আজকের পরীক্ষার প্রশ্নপত্রের একটি কপি উদ্ধার করা হয় ৷ তারপরই তড়িঘড়ি পরীক্ষা বন্ধের কথা ঘোষণা করা হয় ৷ প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় পুলিশ 10জনকে গ্রেফতার করেছে ৷
প্রশ্নপত্র ফাঁসে হায়দরাবাদ যোগ: কীভাবে প্রশ্নপত্র ফাঁস হল তার কারণ এখনও জানা না গেলেও তাতে হায়দরাবাদের যোগ রয়েছে বলে মনে করা হচ্ছে ৷ পুলিশের সন্দেহ গুজরাতের বাইরে থেকে চালানো একটি সম্পূর্ণ নেটওয়ার্কের কাজ হতে পারে এটা ৷ হায়দরাবাদের একটি ছাপাখানা থেকে প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে জানা গিয়েছে ৷