পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Exam Paper Leaked: পরীক্ষার 5 ঘণ্টা আগে ফাঁস প্রশ্নপত্র, ঘটনার পুনরাবৃত্তিতে বিজেপি সরকারকে দুষছে বিরোধীরা - Junior Clerk Exam Paper leaked in gujarat

প্রশ্নপত্র ফাঁসের জেরে ফের কাঠগড়ায় গুজরাত সরকার (Gujarat Government)৷ কেন বারবার এহেন ঘটনা ঘটছে রাজ্যে ? বিরোধীদের প্রশ্নে অস্বস্তিতে বিজেপি সরকার ৷

Etv Bharat
গুজরাতে প্রশ্ন ফাঁস

By

Published : Jan 29, 2023, 11:00 AM IST

Updated : Jan 29, 2023, 11:44 AM IST

গান্ধিনগর, 29 জানুয়ারি: প্রায়শই গুজরাতে সরকারি প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার ঘটনা ঘটে আর তার সঙ্গে পরীক্ষার্থীদের প্রস্তুতি নষ্ট হয়ে যায় ৷ 29 জানুয়ারি অর্থাৎ আজ রবিবার জুনিয়র ক্লার্ক পরীক্ষা 2018 অনুষ্ঠিত হওয়ার কথা ছিল । কিন্তু তা বাতিল করা হয়েছে (Todays Junior Clerk Exam Postponed for Paper Leak)৷ কারণ পরীক্ষার পাঁচ ঘণ্টা আগে পঞ্চায়েত দফতর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে কোনও পরীক্ষার্থী যেন পরীক্ষা কেন্দ্রে না যায় কারণ প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছে (Junior Clerk Exam Paper Leaked in Gujarat)৷ এছাড়াও গুজরাত পঞ্চায়েত পরিষেবা নির্বাচন বোর্ডও পরীক্ষা স্থগিতের ঘোষণা করেছে ৷ এই ঘটনায় পুলিশ মামলা করে 10 জনেরও বেশি আসামিকে গ্রেফতার করেছে ৷ এছাড়াও তদন্তের জন্য গুজরাত এটিএস টিমকে অন্যান্য রাজ্যেও পাঠানো হয়েছে ৷

পরীক্ষা বাতিলের আনুষ্ঠানিক ঘোষণা: জুনিয়র ক্লার্ক নিয়োগের পরীক্ষা যা আজ সকাল 11টা থেকে 12টা পর্যন্ত হওয়ার কথা ছিল প্রশ্ন ফাঁসের জেরে তা স্থগিত করা হয় ৷ পুলিশের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জানা গিয়েছে, পরীক্ষার দিন সকালে সন্দেহভাজন একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করার সময় তার কাছ থেকে আজকের পরীক্ষার প্রশ্নপত্রের একটি কপি উদ্ধার করা হয় ৷ তারপরই তড়িঘড়ি পরীক্ষা বন্ধের কথা ঘোষণা করা হয় ৷ প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় পুলিশ 10জনকে গ্রেফতার করেছে ৷

প্রশ্নপত্র ফাঁসে হায়দরাবাদ যোগ: কীভাবে প্রশ্নপত্র ফাঁস হল তার কারণ এখনও জানা না গেলেও তাতে হায়দরাবাদের যোগ রয়েছে বলে মনে করা হচ্ছে ৷ পুলিশের সন্দেহ গুজরাতের বাইরে থেকে চালানো একটি সম্পূর্ণ নেটওয়ার্কের কাজ হতে পারে এটা ৷ হায়দরাবাদের একটি ছাপাখানা থেকে প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে জানা গিয়েছে ৷

পরীক্ষার্থীর সংখ্যা:জানা গিয়েছে, 9 লক্ষ পরীক্ষার্থী এই জুনিয়র ক্লার্ক পরীক্ষায় 1 হাজার 181টি পদের জন্য আবেদন করেছিলেন ৷ পরীক্ষা চলাকালীন যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই ব্যবস্থাও করা হয়েছিল ৷ একইসঙ্গে 122টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা চলাকালীন কেন্দ্রের বাইরে 144 ধারা জারি করা হয় ৷ এছাড়াও শ্রেণিকক্ষের ভিতরে আরও 31 হাজার সিসিটিভি ক্যামেরাও লাগানো হয়েছিল ৷

বিরোধী নেতা অমিত চাভদার বক্তব্য: শুধু এই পরীক্ষার প্রশ্ন নয়, বিজেপি সরকার পরীক্ষার্থীদের স্বপ্ন শেষ করার পাপ করেছে ৷ গত কয়েকবছর ধরে প্রশ্ন ফাঁস তো রেওয়াজে পরিণত হয়ে গিয়েছে ৷ 20 বারেরও বেশি প্রশ্নপত্র ফাঁস হয়েছে ৷ কংগ্রেস রাস্তায় নেমে এই প্রশ্নপত্র ফাঁসের সরকারকে ফেলে দেওয়ার লড়াই করছে ৷ তরুণরা লড়াই করছে ৷ নির্বাচনের সময় এই প্রশ্ন ফাঁসের সরকারে বাড়ি পাঠিয়ে দিন ৷ যারা এমন করে তাদের জেলে দেওয়ার ব্যবস্থা করুন ৷

আরও পড়ুন :পুরনো নিয়মে ফিরছে উচ্চমাধ্যমিক, উত্তরপত্রেও আসছে বদল; ঘোষণা সংসদের

Last Updated : Jan 29, 2023, 11:44 AM IST

ABOUT THE AUTHOR

...view details