নাগপুর, 14 জুন : এখানেই ছিল মোগলি আর তার সব সাঙ্গোপাঙ্গ ৷ মনে পড়ে ছোটবেলায় সেই মোগলির অ্যাডভেঞ্চারের দিনগুলো ? 1894 সালে রুডইয়াড কিপলিংয়ের লেখা বিখ্যাত শিশুসাহিত্য 'দ্য জাঙ্গল বুক' ৷ তার প্রধান চরিত্র জংলি ছেলে মোগলি ৷ তিনি মোগলির কীর্তিকলাপ লিখেছিলেন পেঞ্চ ন্যাশনাল ফরেস্টকে কেন্দ্র করে ৷ সেই চরিত্র, তার দলবল, তুলকালাম কাণ্ড ৷ কিন্তু বিংশ শতাব্দিতে আরও সব আধুনিক কার্টুন চরিত্রের মাঝে হারিয়ে যায়নি তো মোগলি ? তার কথা, পেঞ্চ ন্যাশনাল ফরেস্টের কথা মনে করাতেই অভিনব উদ্যোগ নিয়েছে নাগপুরের মেট্রো রেল কর্তৃপক্ষ ৷
সম্প্রতি নাগপুরের কামথি রোডের একটি মেট্রো পিলারে মোগলির ছবি, অন্য সব চরিত্রগুলির ছবি আঁকা হয়েছে ৷ যা জাঙ্গল বুকের কথা মনে করিয়ে দেবে, বা বলা ভালো পেঞ্চ ন্যাশনাল ফরেস্টকে ৷ 256 বর্গ কিলোমিটারেরও বেশি এলাকাজুড়ে বিস্তৃত এই জাতীয় উদ্যানের প্রতিষ্ঠা হয়েছিল 1975-এ । পরে 1999-এর ফেব্রুয়ারিতে এটি ব্যাঘ্র প্রকল্পের মর্যাদা পায় । এর মধ্যে 10 শতাংশ এলাকা মহারাষ্ট্রের এবং বাকিটা মধ্যপ্রদেশের অন্তর্গত ।
শনিবার নাগপুর মেট্রো কর্তৃপক্ষ একটি টুইট করে লিখেছে, "অটোমেটিভ স্কোয়ার মেট্রো স্টেশনের কাছে পিলারগুলিতে জাঙ্গল বুকের থিম ফুটিয়ে তুলেছে মহারাষ্ট্র মেট্রো ৷ এর কাছেই পেঞ্চ ন্যাশনাল ফরেস্ট, যা মোগলি ল্য়ান্ড নামে পরিচিত ৷ এখানে মোগলির ছবি, নেকড়েদের নেতা আকেলা এবং অন্য একটি নেকড়ে আর শের খানও রয়েছে ৷"