পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Mowgli Land in Nagpur Metro : নাগপুরে মেট্রো পিলারে মোগলি, পেঞ্চের জঙ্গলে যাবেন নাকি ?

পেঞ্চ ন্যাশনাল ফরেস্ট মনে আছে ? 1894 সালে রুডইয়ার্ড কিপলিং-এর লেখা মোগলি ল্যান্ড ? মহারাষ্ট্র আর মধ্যপ্রদেশ মিলিয়ে এই বিশাল জঙ্গলে তারা অপেক্ষা করে আছে পর্যটকদের জন্য ৷ নাগপুরের কামথি ​​রোডে মেট্রো পিলারে আঁকা মোগলি, তার দলবল যেন এখনও জীবন্ত সেই জঙ্গলে (Mowgli Land in Nagpur Metro)।

Mowgli land news
নাগপুরের কামথি ​​রোডে একটি মেট্রো পিলারে সম্প্রতি মোগলির একটি চিত্র প্রদর্শন করেছে

By

Published : Jun 14, 2022, 7:42 AM IST

নাগপুর, 14 জুন : এখানেই ছিল মোগলি আর তার সব সাঙ্গোপাঙ্গ ৷ মনে পড়ে ছোটবেলায় সেই মোগলির অ্যাডভেঞ্চারের দিনগুলো ? 1894 সালে রুডইয়াড কিপলিংয়ের লেখা বিখ্যাত শিশুসাহিত্য 'দ্য জাঙ্গল বুক' ৷ তার প্রধান চরিত্র জংলি ছেলে মোগলি ৷ তিনি মোগলির কীর্তিকলাপ লিখেছিলেন পেঞ্চ ন্যাশনাল ফরেস্টকে কেন্দ্র করে ৷ সেই চরিত্র, তার দলবল, তুলকালাম কাণ্ড ৷ কিন্তু বিংশ শতাব্দিতে আরও সব আধুনিক কার্টুন চরিত্রের মাঝে হারিয়ে যায়নি তো মোগলি ? তার কথা, পেঞ্চ ন্যাশনাল ফরেস্টের কথা মনে করাতেই অভিনব উদ্যোগ নিয়েছে নাগপুরের মেট্রো রেল কর্তৃপক্ষ ৷

সম্প্রতি নাগপুরের কামথি ​​রোডের একটি মেট্রো পিলারে মোগলির ছবি, অন্য সব চরিত্রগুলির ছবি আঁকা হয়েছে ৷ যা জাঙ্গল বুকের কথা মনে করিয়ে দেবে, বা বলা ভালো পেঞ্চ ন্যাশনাল ফরেস্টকে ৷ 256 বর্গ কিলোমিটারেরও বেশি এলাকাজুড়ে বিস্তৃত এই জাতীয় উদ্যানের প্রতিষ্ঠা হয়েছিল 1975-এ । পরে 1999-এর ফেব্রুয়ারিতে এটি ব্যাঘ্র প্রকল্পের মর্যাদা পায় । এর মধ্যে 10 শতাংশ এলাকা মহারাষ্ট্রের এবং বাকিটা মধ্যপ্রদেশের অন্তর্গত ।

শনিবার নাগপুর মেট্রো কর্তৃপক্ষ একটি টুইট করে লিখেছে, "অটোমেটিভ স্কোয়ার মেট্রো স্টেশনের কাছে পিলারগুলিতে জাঙ্গল বুকের থিম ফুটিয়ে তুলেছে মহারাষ্ট্র মেট্রো ৷ এর কাছেই পেঞ্চ ন্যাশনাল ফরেস্ট, যা মোগলি ল্য়ান্ড নামে পরিচিত ৷ এখানে মোগলির ছবি, নেকড়েদের নেতা আকেলা এবং অন্য একটি নেকড়ে আর শের খানও রয়েছে ৷"

ফেসবুকেও এ নিয়ে একটি পোস্ট করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ ৷ "কমলা শহর (City of Oranges) নামে বিখ্যাত হলেও টাইগার ক্যাপিটাল নাগপুরের একটি গুরুত্বপূর্ণ পরিচয় ৷ এখানে বিশাল এলাকাজুড়ে জঙ্গল এবং ব্যাঘ্র প্রকল্প আছে ৷ দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এটা দেখতে আসে ৷ এর সঙ্গে জড়িয়ে আছে জঙ্গলের মোগলির গল্প ৷ পেঞ্চ ব্যাঘ্র প্রকল্পে (Pench tiger reserve) সবাইকে স্বাগত জানাচ্ছে মোগলি এবং তার বন্ধুরা ৷"

আরও পড়ুন :প্রয়াত নন্টে ফন্টের স্রষ্টা নারায়ণ দেবনাথ

পেঞ্চ জাতীয় উদ্যানের এক বন্যপ্রাণী ফোটোগ্রাফার বরুণ ঠক্কর ইটিভি ভারতের প্রতিনিধিকে জানিয়েছেন, মোগলি আখ্যানের কেন্দ্র আমোদগড়, যা মধ্যপ্রদেশের সিওনি থেকে প্রায় 32 কিলোমিটার দূরে অবস্থিত । এটা জঙ্গলের অন্য দিকে রয়েছে ৷ তিনি বলেন, "নাগপুর থেকে এর দূরত্ব প্রায় 100 কিলোমিটার । 1894 সালে কিপলিংয়ের মূল গল্পটি আমোদগড়কে ঘিরে । বইটিতে যে মন্দির, গাছ, গ্রামগুলির কথা আছে, সেসব এখনও আছে আমোদগড়ে" ।

ABOUT THE AUTHOR

...view details