নয়াদিল্লি, 18 ডিসেম্বর: রাহুল গান্ধিকে কংগ্রেস থেকে বহিষ্কারের দাবি তুললেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা ৷ তিনি চিন আর পাকিস্তানের ভাষায় কথা বলছেন, অভিযোগ তাবড় গেরুয়া নেতার ৷ 16 ডিসেম্বর কংগ্রেস সাংসদ একটি ভিডিয়ো বার্তায় বলেন, "চিন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ৷ এদিকে মোদি সরকার সে বিষয়টা লুকিয়ে যাচ্ছে ৷ আমি এর আগে 3-4 বার বলেছি ৷ আমাদের সাবধানে থাকা উচিত ৷" এ নিয়ে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে (JP Nadda slams Rahul Gandhi) ৷
9 ডিসেম্বর অরুণাচল প্রদেশের ভারত-চিন সীমান্তে তাওয়াংয়ে চিনের পিএলএ বাহিনীর সেনারা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করে ৷ কিন্তু ভারতীয় সেনারা তা প্রতিরোধ করে ৷ কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সংসদের দুই কক্ষে জানান, ভারতীয় সেনারা সাহসিকতার সঙ্গে লড়েছেন ৷ বর্তমানে দুই দেশের সীমান্তে স্থিতাবস্থা রয়েছে ৷ কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি ৷ এরপরে রাহুলের চিন সংক্রান্ত বার্তা ৷
আরও পড়ুন: চিন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, ভারত সরকার তথ্য গোপন করছে, কেন্দ্রকে তোপ রাহুলের
"রাহুল গান্ধির মন্তব্যে আমাদের সেনাজওয়ানদের আত্মবিশ্বাসকে খাটো করা হচ্ছে", তীব্র নিন্দা করে বলেন নাড্ডা (Nadda says Rahul speaking China's language to lower armed forces' morale) ৷ শীর্ষ বিজেপি নেতা আরও বলেন, "রাহুল গান্ধির দেশাত্মবোধ নিয়ে প্রশ্ন উঠছে ৷ তিনি সার্জিক্যাল স্ট্রাইক এবং বালাকোটে এয়ার স্ট্রাইক নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন ৷ তিনি মানসিক দিক দিয়ে দেউলিয়া হয়ে গিয়েছেন ৷ এটা তারই প্রতিফলন ৷"