নয়াদিল্লি, 18 এপ্রিল :দেশজুড়ে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ধর্মীয় বিভাজন, হিংসার ঘটনায় নিশ্চুপ প্রধানমন্ত্রী ৷ প্রতিবাদে শনিবার নরেন্দ্র মোদিকে লেখা 13টি বিরোধী দলের শীর্ষ নেতৃত্বের খোলা চিঠির পালটা দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা (Oppositions wrote a letter to PM Modi over recent incidents of hate speech and communal violence in the country) ৷ মোদিকে দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায়, সোনিয়া গান্ধীদের খোলা চিঠিকে 'সংকীর্ণ রাজনীতি' আখ্যা দিয়ে নাড্ডা জানালেন, জাতি চেতনার উপর আঘাত শানাতে ফের একজোট হয়েছে ওঁরা (JP Nadda slams petty politics by Opposition) ৷ দেশের খেটে খাওয়া সাধারণ মানুষের প্রতি এই চিঠি বর্বর আক্রমণ ৷
নাড্ডা বিরোধীদের তোপ দেগে দেশে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া সনাতনী হিন্দুদের উপর আক্রমণের তালিকা তুলে ধরেন ৷ বিজেপির সর্বভারতীয় সভাপতি প্রশ্ন ছুড়ে দিয়ে জানান, রাজস্থানে কারাউলিতে মুসলিম অধ্যুষিত এলাকায় হিন্দু নববর্ষের মিছিলে আক্রমণের ঘটনায় ওঁরা কী বলবেন ৷ কংগ্রেস শাসনকালে 1969 গুজরাত. 1980 মোরাদাবাদ, 1987 মীরট হিংসা-সহ উপত্যকায় ঘটে যাওয়া নানা হিংসার ঘটনাও এক্ষেত্রে বিরোধীদের স্মরণ করিয়ে দেন নাড্ডা ৷