পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Journalist Siddique Kappan: সাংবাদিক সিদ্দিকী কাপ্পানকে জামিন দিল সুপ্রিম কোর্ট

2020-র অক্টোবরে হাথরস (Hathras) কাণ্ডের খবর করতে যাওয়ার সময় গ্রেফতার হয়েছিলেন কেরালার সাংবাদিক সিদ্দিকী কাপ্পান (Journalist Siddique Kappan) ৷ শুক্রবার সুপ্রিম কোর্ট (Supreme Court) তাঁকে জামিন দিল ৷

Journalist Siddique Kappan gets bail from Supreme Court
Journalist Siddique Kappan: সাংবাদিক সিদ্দিকী কাপ্পানকে জামিন দিল সুপ্রিম কোর্ট

By

Published : Sep 9, 2022, 5:00 PM IST

নয়াদিল্লি, 9 সেপ্টেম্বর : সাংবাদিক সিদ্দিকী কাপ্পানের (Journalist Siddique Kappan) জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট (Supreme Court) ৷ শুক্রবার শীর্ষ আদালত এই সাংবাদিকের জামিন মঞ্জুর করে ৷

2020 সালের 14 সেপ্টেম্বর উত্তরপ্রদেশের হাথরসে (Hathras) এক দলিত তরুণীকে ধর্ষণের পর খুনের অভিযোগ ওঠে ৷ কেরালার বাসিন্দা সাংবাদিক সিদ্দিকী কাপ্পান গিয়েছিলেন ওই খবর সংগ্রহে ৷ ওই বছর 5 অক্টোবর তাঁকে গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিশ (Uttar Pradesh police) ৷ তার পর থেকে তিনি জেলবন্দিই ছিলেন ৷ অবশেষে শুক্রবার তিনি জামিন পেলেন ৷

উত্তরপ্রদেশের পুলিশ ইউএপিএ (UAPA)-তে মামলা করেছিল কাপ্পানের বিরুদ্ধে ৷ উত্তরপ্রদেশ পুলিশের দাবি ছিল, পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া বা পিএফআই-এর সঙ্গে যুক্ত ৷ পিএফআই (PFI)-এর ছাত্র শাখা ক্যাম্পাস ফ্রন্ট অফ ইন্ডিয়া বা সিএফআই (CFI)-এর সঙ্গেও তাঁর যোগসাজশ রয়েছে ৷ সন্ত্রাসের জন্য অর্থ জোগাড়েও তিনি জড়িত ৷ ফলে শুক্রবারই সুপ্রিম কোর্টে কাপ্পানের জামিনের বিরোধিতা করেছিল উত্তরপ্রদেশ সরকার (Uttar Pradesh government) ৷

এদিন কাপ্পান জামিন দিয়েছে দেশের প্রধান বিচারপতি ইউ ইউ ললিত (Chief Justice UU Lalit) ও বিচারপতি এস রবীন্দ্র ভাটের বেঞ্চ ৷ আদালত জানিয়েছে, আগামী ছ’সপ্তাহ দিল্লিতেই থাকতে হবে কাপ্পানকে ৷ স্থানীয় থানায় তাঁকে রোজ হাজিরা দিতে হবে ৷ তার পর তিনি কেরালা যেতে পারবেন ৷ তবে পুলিশের সঙ্গে যোগাযোগ বজায় রেখে চলতে হবে ৷

এর আগে ইলাহাবাদ হাই কোর্টে (Allahabad High Court) জামিনের আবেদন করেছিলেন ৷ কিন্তু সেখানে তাঁর আবেদন খারিজ হয়ে যায় ৷ তার পর সুপ্রিম কোর্টে আবেদন করেন তিনি ৷ শীর্ষ আদালত তাঁর আবেদন মঞ্জুর করে জামিন দিল ৷

আরও পড়ুন :41 হাজার টাকার টি-শার্ট পরে ভারত জোড়ো যাত্রায় রাহুল, অভিযোগ বিজেপির

ABOUT THE AUTHOR

...view details