লখনৌ, 14 জুন : সংবাদ প্রকাশের পরেই মারা গেলেন সাংবাদিক সুলভ শ্রীবাস্তব ৷ ক'দিন আগে তিনি সংবাদমাধ্যমের চ্যানেলে মদের কালোবাজারি নিয়ে একটি খবর সম্প্রচার করেছিলেন ৷ আর তার পর উত্তরপ্রদেশের প্রতাপগড় জেলায় রবিবার রাতে এই মৃত্যু ৷ যদিও পুলিশ এই ঘটনাকে মোটরসাইকেল দুর্ঘটনা বলে জানিয়েছে ৷
মৃত্যুর ঠিক আগের দিন নিরাপত্তাহীনতার কথা জানিয়ে চিঠি লিখেছিলেন পুলিশের উচ্চাধিকারিকে ৷ চিঠিতে তিনি জানান, একটি সংবাদমাধ্যমের পোর্টালে 9 জুন আমি মদের কালোবাজারির বিরুদ্ধে একটি সংবাদ সম্প্রচার করি ৷ এখন বাড়ি থেকে বেরলে মনে হচ্ছে, কেউ যেন আমার পিছনে পিছনে আসছে ৷ এটাও জেনেছি যে মদের কালোবাজারির কারবারীরা এই খবরের জন্যে আমার ক্ষতি করতে পারে ৷ আমার পরিবার দুশ্চিন্তায় রয়েছে ৷
আরও পড়ুন : 5 মিনিটে 2 কোটির জমি 18.5 কোটি ! দুর্নীতির অভিযোগ রাম মন্দির ট্রাস্টের বিরুদ্ধে
দুর্ঘটনার পর প্রতাপগড়ের উচ্চাধিকারিক সুরেন্দ্র দ্বিবেদী একটি বিবৃতিতে জানান, রবিবার রাত 11টা নাগাদ শ্রীবাস্তব বাড়ি ফেরার সময় ইটভাটার কাছে মোটরসাইকেল থেকে পড়ে যান ৷ স্থানীয় শ্রমিকরা তাঁকে রাস্তা থেকে সরিয়ে তাঁর ফোন থেকে তাঁর বন্ধুদের ফোন করেন, অ্যাম্বুলেন্সও ডাকেন ৷ তাঁকে জেলা হাসাপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন ৷