মুম্বই (মহারাষ্ট্র), 11 ফেব্রুয়ারি: মহারাষ্ট্রের রত্নাগিরির সাংবাদিক শশীকান্ত ওয়ারিসে (Shashikant Warise) গত 6 ফেব্রুয়ারি মুম্বই-গোয়া হাইওয়ের (Mumbai-Goa Highway) রাজাপুরে গাড়ি দুর্ঘটনার শিকার হন । এই দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন । দুর্ঘটনার পর ওয়ারিশকে কোলাপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয় । কিন্তু 7 ফেব্রুয়ারি তিনি মারা যান । এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে গাড়ির চালক পন্ধরীনাথ আম্বেরকরকে ।
তবে এটা দুর্ঘটনা নয়, হত্যার ঘটনা বলে মহারাষ্ট্রের (Maharashtra) রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে । এই পরিস্থিতিতে আজ, শনিবার শিবসেনা (উদ্ধব ঠাকরে গোষ্ঠী) রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত (Sanjay Raut) সরাসরি অভিযোগ করেছেন যে এটি একটি দুর্ঘটনা নয়, একটি হত্যা । তাঁর দাবি, এই ঘটনা নিয়ে শোরগোল না করার জন্য তাঁকে হুমকি দেওয়া হয়েছে ৷
কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন লোকসভায় ঠাকরে গোষ্ঠীর সাংসদ বিনায়ক রাউত ৷ এছাড়াও, শিবসেনার ঠাকরে গোষ্ঠী (Shiv Sena Thackeray Faction) কোঙ্কনে সাংবাদিক হত্যার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি নিয়েছে শনিবার । শিবসেনার ঠাকরে গোষ্ঠীর স্থানীয় বিধায়ক ও সাংসদরা আজ শশীকান্ত ওয়ারিসের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যাচ্ছেন ।