দেরাদুন (উত্তরাখণ্ড), 9 জানুয়ারি: জোশীমঠকে (Joshimath) একটি সিঙ্কিং জোন (Sinking Zone) বা ডুবতে থাকা অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছে ৷ গত কয়েকদিন ধরে সেখানে বহু বাড়িতে ফাটল ধরেছে ৷ ক্রমশ বাড়িগুলি ধসের জেরে তলিয়ে যাচ্ছে ৷ রাস্তায় ধ্বংস হয়ে যাচ্ছে ৷ তারই প্রেক্ষিতে প্রশাসনের তরফে এই ঘোষণা করা হয়েছে বলে খবর ৷
জোশীমঠ উত্তরাখণ্ডের (Uttarakhand) জনপ্রিয় তীর্থস্থান ৷ সেখানে সারা বছরই পর্যটকদের আনাগোনা থাকে ৷ তাই এই এলাকার বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন স্থানীয় সরকার ৷ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী (Uttarakhand CM Pushkar Singh Dhami) ইতিমধ্যে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ ও উদ্ধার কাজ সুনিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন ৷ তাঁর নির্দেশ, সেখানকার মানুষকে সবরকম সাহায্য করতে হবে ৷ পাশাপাশি পরিস্থিতি ঠিক করতে যা যা প্রয়োজন, অবিলম্বে সেই সব পদক্ষেপ করতে হবে ৷
এই পরিস্থিতিতে চামোলির জেলাশাসক ক্ষয়ক্ষতির বিষয়ে বিশদে জানতে প্রতিটি বাড়িতে গিয়েছেন ৷ স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেছেন ৷ চামোলির বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে সেখানে 603টি বাড়িতে ফাটল দেখা গিয়েছে ৷ 68টি পরিবারকে অস্থায়ীভাবে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে ৷ জোশীমঠে দু’টি হোটেলকে বন্ধ করে দেওয়া হয়েছে ৷ এদিকে রবিবার জেলা প্রশাসনের তরফে 46টি পরিবারকে সাংসারিক সামগ্রী কেনার জন্য 5 হাজার টাকা করে দেওয়া হয়েছে ৷