পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

TMC UP chief resigns: গোয়ার পর উত্তরপ্রদেশেও ধাক্কা তৃণমূলের, সভাপতি-সহ বহু নেতার গণইস্তফা - উত্তরপ্রদেশ তৃণমূলের সভাপতির ইস্তফা

উত্তরপ্রদেশ তৃণমূলের সভাপতি নীরজ রাই-সহ (Neeraj Rai resigns) দলের বেশ কয়েকজন সদস্য গণইস্তফা দেওয়ায় ধাক্কা খেল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল (TMC UP chief resigns)৷

jolt-to-trinamools-up-unit-as-state-chief-Neeraj Rai resigns
সভাপতি-সহ বহু নেতার গণইস্তফা, গোয়ার পর উত্তরপ্রদেশেও ধাক্কা তৃণমূলের

By

Published : May 3, 2022, 2:56 PM IST

লখনউ, 3 মে: গোয়ার পর এ বার উত্তরপ্রদেশে বিরাট ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস (Uttar Pradesh unit of TMC)৷ যোগী আদিত্যনাথের রাজ্যে তৃণমূলের রাজ্য সভাপতি নীরজ রাই-সহ বেশ কয়েকজন সদস্য পদত্যাগ করেছেন (TMC state unit president Neeraj Rai resigned)৷ তৃণমূলের বড় নেতারা পশ্চিমবঙ্গের বাইরে দলের সম্প্রসারণ চান না বলে অভিযোগ নীরজ রাইয়ের (Neeraj Rai resigns)৷

দল ছাড়ার কারণ জিজ্ঞাসা করলে তিনি বলেন, "তৃণমূল কংগ্রেসের বড় নেতারা চান না যে, পশ্চিমবঙ্গের বাইরে দলের সম্প্রসারণ ঘটুক ৷ উত্তরপ্রদেশে দলের দায়বদ্ধ সক্রিয় কর্মীদের সাইডলাইন করে রাখা হচ্ছে ৷ এ ছাড়াও দলের রাজ্য শাখাকে বিচ্ছিন্ন করার চেষ্টা করা হচ্ছে ৷" তৃণমূল থেকে পদত্যাগ করলেও তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে কিছু খোলসা করে জানাননি নীরজ রাই (TMC UP chief resigns)৷

2024 সালের লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে পশ্চিমবঙ্গ ছাড়াও অন্যান্য রাজ্যে নিজেদের শক্তি বৃদ্ধিতে সচেষ্ট হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ৷ ত্রিপুরা, গোয়ার মতোই সেই তালিকায় ছিল উত্তরপ্রদেশও ৷ যোগীর রাজ্যে 2022 সালের বিধানসভা নির্বাচনে অংশগ্রহণ না করলেও, চব্বিশের জন্য জমি তৈরির প্রচেষ্টা শুরু করেছিল তৃণমূল ৷ এরই মধ্যে উত্তরপ্রদেশ তৃণমূূল থেকে গণইস্তফা নিঃসন্দেহে ঘাস-ফুলের জন্য বড় ধাক্কা ৷

আরও পড়ুন:Suvendu on BJP Victory : তৃণমূল দক্ষিণ কলকাতা ভিত্তিক আঞ্চলিক দল, চার রাজ্যে বিজেপির জয়ে মন্তব্য শুভেন্দুর

2021 সালে পশ্চিমবঙ্গে গেরুয়া শিবিরকে পর্যুদস্ত করে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃতীয়বার রাজ্যে ক্ষমতায় আসায় পর নেত্রীর প্রতি ভরসা তৈরি হয় বিজেপি-বিরোধীদের ৷ মমতার নেতৃত্বেই বিজেপির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা সম্ভব, এই আশায় উত্তরপ্রদেশে সক্রিয় হন কর্মীরা ৷ তবে গত অক্টোবর মাস থেকে সেই উৎসাহে ভাঁটা পড়তে দেখা যায় ৷

লখিমপুর খেরির ঘটনায় পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলের শীর্ষ নেতাদের দল উত্তরপ্রদেশ সফরে গিয়ে মৃত কৃষকদের পরিবারের সঙ্গে দেখা করে ৷ পরেও এই ঘটনা নিয়ে বেশি সক্রিয় দেখা গিয়েছে বঙ্গ তৃণমূলকে ৷ এতেই উত্তরপ্রদেশ তৃণমূল কংগ্রেস নিজেদের উপেক্ষিত বলে মনে করে বলে মত রাজনৈতিক মহলের ৷ এ ছাড়াও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লখনউ সফর, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের সঙ্গে সাংবাদিক সম্মেলন, এই গোটা ভ্রমণসুচি সম্পর্কে কিছুই জানত না উত্তরপ্রদেশ তৃণমূল ৷ এমনই নানা ঘটনায় তৃণমূলের উত্তরপ্রদেশ শাখা নিজেদের উপেক্ষিত বলে মনে করছে বলেই নেতাদের একাংশ দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে, এমনই দাবি নেতৃত্বের ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের দল কিভাবে এই ধাক্কা সামাল দেয়, সেটাই দেখার ৷

ABOUT THE AUTHOR

...view details