নয়াদিল্লি, 22 অগস্ট: আপ বনাম বিজেপি দ্বৈরথে কয়েকদিন ধরেই উত্তাল দিল্লির রাজনীতি (AAP-BJP clash in Delhi) ৷ রবিবার জানা গিয়েছিল, উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া-সহ 15 জনের বিরুদ্ধে লুক-আউট নোটিশ জারি করেছে সিবিআই ৷ দিনভর নাটক, টুইট যুদ্ধ চলার পর শেষপর্যন্ত জানা গেল সেরকম কিছু হয়নি ৷ তবে লুক-আউট নোটিশ জারি করার কথা ভাবছে সিবিআই । এবার তাতেই নতুন পরত চড়ালেন কেজরিওয়ালের ডেপুটি (BJP offered me a deal Sisodia claimed) ৷
সোমবার সকালে একটি টুইট করে মণীশ (Manish Sisodia) দাবি করেন, তাঁকে দলে যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছিল বিজেপি ৷ বিনিময়ে ইডি, সিবিআই-সহ অন্যান্য তদন্তকারী সংস্থার হাত থেকে মুক্ত করে দেওয়া হবে বলে প্রতিশ্রুতিও দিয়েছিল (Manish Sisodia Claims big on BJP ) ৷ একই সঙ্গে তিনি বলেন, "আমি সাফ জানিয়ে দিয়েছি, আমার বিরুদ্ধে দায়ের হওয়া প্রতিটি কেস ভুয়ো ৷ আমি কোনওভাবেই দুর্নীতিগ্রস্থদের দলে যোগ দেব না ৷"