পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

COVID Vaccine : জনসন অ্যান্ড জনসনের টিকায় ছাড়পত্র কেন্দ্রের - জনসন অ্যান্ড জনসনের সিঙ্গল ডোজ়

জনসন অ্যান্ড জনসনের তৈরি এই করোনা টিকার একটি ডোজ়ই সংক্রমণ মোকাবিলায় যথেষ্ট কার্যকর বলে দাবি করেছে সংস্থা ।

Corona Vaccine
ফাইল ছবি

By

Published : Aug 7, 2021, 1:39 PM IST

Updated : Aug 7, 2021, 2:06 PM IST

নয়াদিল্লি, 7 অগস্ট : কোভিড মোকাবিলায় এবার জনসন অ্যান্ড জনসনের তৈরি করোনা টিকার আপৎকালীন ব্যবহারের অনুমোদন দিল কেন্দ্র । কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য আজ টুইটে একথা জানিয়েছেন । জনসন অ্যান্ড জনসনের তৈরি এই করোনা টিকার একটি ডোজ়ই সংক্রমণ মোকাবিলায় যথেষ্ট কার্যকর বলে দাবি করেছে সংস্থা ।

জনসন অ্যান্ড জনসনের তৈরি করোনা টিকা ভারতে নিয়ে আসার জন্য বিগত বেশ কিছুদিন ধরেই চেষ্টা চলছিল । ক্লিনিকাল ট্রায়ালও চলছিল । জনসন অ্যান্ড জনসনের দাবি, তাঁদের এই সিঙ্গল ডোজ় টিকা করোনার বিরুদ্ধে 85 শতাংশ কার্যকর ।

এখনও পর্যন্ত কোভিশিল্ড, কোভ্যাকসিন এবং স্পুটনিক ভি -- এই তিনটি ভ্যাকসিন ভারতে আপৎকালীন ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছিল । এবার সেই তালিকায় যুক্ত হল জনসন অ্যান্ড জনসনের সিঙ্গল ডোজ় টিকা ।

জনসন অ্যান্ড জনসনের এই টিকা ভারতে সরবরাহ করবে বায়োলজিক্যাল-ই ।

Last Updated : Aug 7, 2021, 2:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details