নয়াদিল্লি, 7 অগস্ট : কোভিড মোকাবিলায় এবার জনসন অ্যান্ড জনসনের তৈরি করোনা টিকার আপৎকালীন ব্যবহারের অনুমোদন দিল কেন্দ্র । কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য আজ টুইটে একথা জানিয়েছেন । জনসন অ্যান্ড জনসনের তৈরি এই করোনা টিকার একটি ডোজ়ই সংক্রমণ মোকাবিলায় যথেষ্ট কার্যকর বলে দাবি করেছে সংস্থা ।
জনসন অ্যান্ড জনসনের তৈরি করোনা টিকা ভারতে নিয়ে আসার জন্য বিগত বেশ কিছুদিন ধরেই চেষ্টা চলছিল । ক্লিনিকাল ট্রায়ালও চলছিল । জনসন অ্যান্ড জনসনের দাবি, তাঁদের এই সিঙ্গল ডোজ় টিকা করোনার বিরুদ্ধে 85 শতাংশ কার্যকর ।