নয়াদিল্লি, 12 ডিসেম্বর:সামনের মাসে সাধারণতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসেবে হয়তো ভারতে উপস্থিত থাকতে পারবেন না মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৷ মঙ্গলবার সূত্র মারফৎ এ খবর জানা গিয়েছে ৷ বাইডেনের জানুয়ারি মাসে ভারত সফরের কোনও পরিকল্পনা নেই বলে সূত্রের তরফে খবর মেলার পরই জানা গিয়েছে যে, চার-দেশীয় জোট কোয়াডের শীর্ষ সম্মেলনও পূর্বের প্রত্যাশা অনুযায়ী আগামী মাসে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা নেই ৷
সেপ্টেম্বরে ভারতে মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি বলেছিলেন যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে আগামী 26 জানুয়ারি সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন । তবে, আমন্ত্রণের বিষয়ে ভারতের পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি । অন্যদিকে, সূত্র জানিয়েছে যে, জানুয়ারিতে ভারতে কোয়াড সামিট হচ্ছে না ৷ এই শীর্ষ সম্মেলন 2024 সালের শেষের দিকে দেশে অনুষ্ঠিত হওয়ার প্রস্তাব করা হয়েছে । আশা করা হয়েছিল যে, বাইডেন ভারতের আমন্ত্রণে সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে এলে 27 জানুয়ারিতে কোয়াড সামিট অনুষ্ঠিত হবে ৷