যোধপুর, 9 অগস্ট: চার বছর আগে অপহরণ হওয়া বালককে উদ্ধার করল গুজরাত পুলিশ ৷ গুজরাতের দাহোদ জেলা থেকে রাহুল নামে ওই বালককে উদ্ধার করা হয়েছে ৷ পরবর্তী সময়ে দাহোদ চাইল্ড ওয়েলফেয়ার কমিটির মাধ্যেমে যোধপুরের শাস্ত্রীনগর থানাকে খবর দেওয়া হয় ৷ শাস্ত্রীনগর থানার পুলিশ যোধপুরে ওই পরিবারের সঙ্গে যোগাযোগ করে ৷ এর পর ডিএনএ পরীক্ষার মাধ্যমে বালক এবং তাঁর মা-বাবার পরিচয় নিশ্চিত করা হয় ৷ উল্লেখ্য, চার বছর আগে নিখোঁজ হওয়ার সময় রাহুলের বয়স মাত্র 3 বছর ছিল বলে জানা গিয়েছে ৷ এই ঘটনায় পুলিশ এক দম্পতিকে গ্রেফতার করেছে ৷
পুলিশের তরফে জানানো হয়েছে, রাজস্থানের ভিলওয়াড়া থেকে এক শিশুকে চুরির অভিযোগ ওঠে গত 3 অগস্ট ৷ সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ সিটিটিভি ফুটেজ থেকে বাচ্চাটিকে অপহরণকারী দম্পতির খোঁজ পায় ৷ সেই সূত্র ধরে ভিলওয়াড়া পুলিশ জানতে পারে শিশুটিকে নিয়ে দম্পতি গুজরাতের দাহোদে গিয়েছে ৷ এর পর দাহোদ জেলার পুলিশকে খবর দেওয়া হয় ৷ দাহোদে ট্রেন থেকে ওই দম্পতিকে মোট তিনটি বাচ্চার সঙ্গে আটক করে ৷ জিজ্ঞাসাবাদে জানা যায়, ভিলওয়াড়া, যোধপুর ও দিল্লি থেকে এই বাচ্চাগুলিকে অপহরণ করা হয়েছিল ৷ যোধপুর থেকে অপহৃত বালক রাহুল বলে জানতে পারে পুলিশ ৷