পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

এপ্রিলে বেকারত্বের হার 8 শতাংশ, কর্মসংস্থানের পরিস্থিতিও প্রতিকূল

এই সংক্রান্ত একটি তথ্য প্রকাশ করেছে সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি বা সিএমআইই ৷

By

Published : May 13, 2021, 7:52 PM IST

এপ্রিলে বেকারত্বের হার 8 শতাংশ, কর্মসংস্থানের পরিস্থিতিও প্রতিকূল
এপ্রিলে বেকারত্বের হার 8 শতাংশ, কর্মসংস্থানের পরিস্থিতিও প্রতিকূল

নয়াদিল্লি, 13 মে :করোনার দ্বিতীয় সংক্রমণের জেরে ভারতের অনেক রাজ্যকেই লকডাউনের পথে হাঁটতে হয়েছে ৷ কোনও কোনও রাজ্যে আবার চলছে আংশিক লকডাউন ৷ এর ফলে দেশের অর্থনীতি আবার ব্যাপক ভাবে ধাক্কা খেয়েছে ৷ গত এপ্রিলে ভারতের কর্মসংস্থানের হার খারাপ হয়েছে ৷

এই সংক্রান্ত একটি তথ্য প্রকাশ করেছে সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি বা সিএমআইই ৷ তাদের প্রকাশ সেই তথ্য অনুযায়ী, মার্চ মাসে ভারতের বেকারত্বের হার ছিল 6.5 শতাংশ ৷ সেটা এপ্রিলে বেড়ে হয়েছে 8 শতাংশ ৷ সংস্থার সিইও মহেশ ব্যাস জানান, ফেব্রুয়ারিতেও এলপিআর বা লেবার পার্টিসিপেশন রেট (কর্মীদের যোগ দেওয়ার হার) কমে গিয়েছে ৷ মার্চ ও এপ্রিলে সেই ধারা বজায় আছে ৷ ফলে পর পর তিন মাসে এই ধরনের ঘটনা ঘটল ৷

এই এলপিআর সবচেয়ে নিচে নেমে হয়েছিল 39.98 শতাংশ ৷ গত বছর মে মাসে যখন দেশজুড়ে লকডাউন চলছে, তখন এই ঘটনা ঘটে ৷ তার পর এপ্রিলে আবারও খারাপ পরিস্থিতি তৈরি হল ৷ মার্চ মাসে দেশের এলপিআর ছিল 44.2 শতাংশ ৷ এপ্রিলে তা হয়েছে 40.6 শতাংশ ৷

আরও পড়ুন :করোনার ভারতীয় ভ্যারিয়্যান্টের উপর ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে নিশ্চিত নয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা

অন্যদিকে ওই সংস্থার দেওয়া হিসেব অনুযায়ী, গত মার্চে কর্মসংস্থানের হার ছিল 36.8 শতাংশ ৷ আর এপ্রিলে তা কমে হয়েছে 37.6 শতাংশ ৷

ABOUT THE AUTHOR

...view details