নয়াদিল্লি, 25 জানুয়ারি:গুজরাত দাঙ্গা ও তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদিকে ঘিরে তৈরি বিবিসির তথ্যচিত্র দেখানো নিয়ে উত্তপ্ত জেএনইউ ক্যাম্পাস ৷ মঙ্গলবার গভীর রাতে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা মিছিল করে বসন্ত কুঞ্জ পুলিশ স্টেশনে পৌঁছয় ৷ তাঁদের অভিযোগ, বিবিসির তথ্যচিত্র 'ইন্ডিয়া: দ্য মোদি কোয়েশ্চেন' (India: The Modi Question) দেখানোর জন্য এবিভিপির ছাত্ররা পাথর ছুড়েছে ৷ ইতিমধ্যে দেশে এই তথ্যচিত্র দেখানোয় নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্রীয় সরকার ৷ দেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রক টুইটার ও অন্য সব সামাজিক মাধ্যম থেকে এর সব লিঙ্ক তুলে নিয়েছে ৷ এমনকী ইন্টারনেট আর্কাইভ থেকেও সরিয়ে দেওয়া হয়েছে তথ্যচিত্রটি (JNU students march towards Vasant Kunj police station claiming ABVP pelted stones over screening of BBC documentary) ৷
মঙ্গলবার জেএনইউ-এর ইউনিয়নের অফিসে ছাত্র সংসদের 'ইন্ডিয়া: দ্য মোদি কোয়েশ্চেন' দেখানোর কথা ছিল ৷ সোমবার এই তথ্যচিত্র প্রদর্শন বন্ধের সতর্কতা জানিয়ে বিজ্ঞপ্তি জারি করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷ কিন্তু তাতে গুরুত্ব না দিয়ে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা এই তথ্যচিত্র দেখানোর বন্দোবস্ত করে ৷ সেই সময় কর্তৃপক্ষ জেএনইউ চত্বরের বিদ্যুৎ সরবরাহ ও ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয় ৷ তাই সেভাবে দেখানো অর্থাৎ 'স্ক্রিনিং' সম্ভব না হলেও মোবাইল ফোন এবং অন্য যন্ত্রে তা দেখার প্রচেষ্টা চালান তাঁরা ৷
আরও পড়ুন: মোদিকে নিয়ে বিবিসি'র তথ্যচিত্রের প্রদর্শন বন্ধ করল জেএনইউ