নয়াদিল্লি, 15 অক্টোবর: দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মর্মান্তিক দুর্ঘটনা । মৃত্যু হল 22 বছর বয়সি জেএনইউ ছাত্রের ৷ তাঁর নাম অংশু কুমার ৷ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আর তিন ছাত্র ৷ তাঁদের এইমসের ট্রমা সেন্টারে চিকিৎসা চলছে ৷ ঘটনাটি ঘটেছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শনিবার রাত দেড়টার দিকে ।
জানা গিয়েছে, গোদাবরী বাসস্ট্যান্ডের কাছে বন্ধু বিশাল কুমারের সঙ্গে বাইকে করে যাচ্ছিলেন অংশু । তিনিই বাইকটি চালাচ্ছিলেন ৷ বাইকটি দ্রুত গতিতে ছিল ৷ সেসময় বাসস্ট্যান্ডের ঠিক পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন শচীন শর্মা এবং মৃদা যাদব । হঠাৎ বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে ওই দুই ছাত্রকে ধাক্কা মারে ৷ এরপর আচমকাই বাইক আরোহীরা রাস্তার উপর পড়ে যান । এই ঘটনায় বাইক চালক অংশুর মাথায় খুব গুরুতর চোট লাগে । দুর্ঘটনার পরপরই আহতদের জেএনইউ অ্যাম্বুলেন্সে করে এইমস ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে চিকিৎসকরা অংশুকে মৃত বলে ঘোষণা করেন ।