নয়াদিল্লি, 2 জুন : পরিস্থিতি পড়ুয়াদের জন্য নিরাপদ হলেই জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে ৷ বুধবার এমনই জানিয়েছেন জেএনইউ উপাচার্য জগদেশ কুমার ৷ সেই সঙ্গে দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা বাতিল করার বিষয়টিকেও সমর্থন করেছেন জেএনইউ’র উপাচার্য ৷ কেন্দ্রের এই সিদ্ধান্তকে যুক্তিযুক্ত এবং বাস্তববাদী বলে দাবি করেছেন তিনি ৷ প্রয়োজনে বিশ্ববিদ্য়ালয়ের অ্যাকাডেমিক ক্যালেন্ডার পরিবর্তন করবে বলেও জানিয়েছেন জগদেশ কুমার ৷
জেএনইউ’র উপাচার্য বলেন, ‘‘দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিল নিয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা যুক্তিযুক্ত এবং বাস্তববাদী ৷ বিশেষ করে শতাব্দীর সবচেয়ে বড় সঙ্কটের মুহূর্তে এই সিদ্ধান্ত একদম সঠিক ৷ পড়ুয়াদের স্বাস্ব্য এবং নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ ৷’’ এই প্রসঙ্গেই তিনি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষা পিছিয়ে দেওয়ার কথা জানিয়েছেন ৷