নিউ দিল্লি, 19 এপ্রিল: ইলেকটোরাল বন্ডের মাধ্যমে হিন্ডালকো ইন্ডাস্ট্রিজ লিমিটেড ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম) দলকে এক কোটি টাকা দিয়েছে ৷ নির্বাচন কমিশনের কাছে পাঠানো ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন-এর জেএমএম-র তরফে 2019-20 অর্থবর্ষের রিপোর্টে এই তথ্য জানানো হয় ৷ এই সংস্থাই জেএমএম দলেক একমাত্র অনুদান দিয়েছে ৷ এই রিপোর্টে ব্যাঙ্কের নাম, ব্রাঞ্চ-সহ বন্ড নাম্বারও উল্লেখ করা হয়েছে ৷
এই বিষয়ে জেএমএম-এর সচিব সুপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘‘অনুদানের জন্য হিন্ডালকোর তরফে জেএমএম-এর সঙ্গে যোগাযোগ করা হয় ৷ আমরা ওই সংস্থাকে অনুদানের জন্য় একটি রসিদ দিয়েছি, তাই আমাদের রিপোর্টে তার নাম প্রকাশ করতে পেরেছি ৷ বিজেপি-র মতো দল হয়তো তথ্য় লুকিয়ে রাখছে ৷ কিন্তু আমাদের কিছু লুকানোর নেই ৷" এসবিআই-এর পক্ষ থেকে বন্ড চালু করার পরও কেন হিন্ডালকো তাদের কাছে অনুদানের রসিদ চাইল, এ বিষয়ে অবশ্য সঠিক উত্তর দিতে পারেননি দলের সচিব ৷
ঝাড়খণ্ডের মুরি অঞ্চলে আদিত্য বিড়লা গ্রুপের ভর্তুকি কোম্পানি হিন্ডালকো অ্যালুমিনিয়াম আর তামা উৎপাদনকারী একটি সংস্থা ৷ আদিত্য বিড়লা গ্রুপ অবশ্য এই তথ্য নিয়ে কিছু বলেনি ৷
আরও পড়ুন: করোনা : চিকিৎসক ও ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলির সঙ্গে বৈঠকে মোদি