পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Encounter in JK: কুলগাওতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত 2 হিজবুল মুজাহিদিন জঙ্গি - জম্মু ও কাশ্মীর

জম্মু ও কাশ্মীরের কুলগাও জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে বুধবার দুই হিজবুল মুজাহিদিন জঙ্গি নিহত হয়েছে ৷ জম্মু-কাশ্মীর পুলিশ এদিন এমনটাই জানিয়েছে।

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Oct 4, 2023, 11:04 PM IST

শ্রীনগর, 4 অক্টোবর: জম্মু ও কাশ্মীরের কুলগাও জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে বুধবার দুই হিজবুল মুজাহিদিন জঙ্গি নিহত হয়েছে ৷ জম্মু-কাশ্মীর পুলিশ এদিন এমনটাই জানিয়েছে।

এদিন এনকাউন্টার শুরু হয়েছিল দিনের প্রথম দিকে যখন নিরাপত্তা বাহিনী কুজ্জারে একটি এলাকা ঘিরে তল্লাশি অভিযান শুরু করে ৷ সেখানে আল্ট্রাদের উপস্থিতি সম্পর্কে নিরাপত্তা বাহিনীর কাছে গোপন তথ্য ছিল বলেই খবর। আর তার জেরেই সকাল থেকে ওই এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করে যৌথ বাহিনী ৷

কাশ্মীর পুলিশের অতিরিক্ত ডিজি বিজয় কুমার জানিয়েছেন, নিহত সন্ত্রাসীদের নাম ফ্রিসালের বাসিত, আমিন ভাট এবং কুলগাওয়ের হাওরার সাকিব আহমেদ লোন হিসাবে চিহ্নিত করা হয়েছে। এরা সকলেই নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন হিজবুল মুজাহিদিনের সঙ্গে যুক্ত ছিল বলেও জানিয়েছেন পুলিশের অতিরিক্ত ডিজি ৷

অন্যদিকে, এদিন এনকাউন্টার সাইট থেকে দুটি একে 47 রাইফেল-সহ অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, অপরাধমূলক উপকরণ, অস্ত্র এবং প্রচুর গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলেও এডিজিপি জানিয়েছেন। সংবাদ সংস্থা সূত্রে খবর, জঙ্গিদের ছোড়া গুলিতে একজন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে ৷ এর আগে কাশ্মীর জোন পুলিশের তরফে জানানো হয়, অনন্তনাগ জেলার ওয়ানিহামার বাসিন্দা সাহিল বশির-দার নামে এক ব্যক্তিকে সন্ত্রাসীরা গুলি করেছে ৷ আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানেই তাঁর মৃত্যু হয় বলে খবর ৷ এলাকা ঘিরে রেখেছে পুলিশ ৷

আরও পড়ুন: মানতে পারেননি প্রেমিকের মৃত্যু, গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী তরুণী

পুলিশ জানিয়েছে, জঙ্গিরা দক্ষিণ কাশ্মীর জেলার অনন্তনাগ এবং তেরি গাম এলাকায় দ্বাদশ শ্রেণীর ছাত্র সাহিল বশিরের উপর খুব কাছ থেকে গুলি চালায় বলে অভিযোগ ৷ আহত 17 বছর বয়সি সাহিল বশির। আহতকে অনন্তনাগের সরকারি মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। আহত ছাত্রের অবস্থা আশংকাজনক দেখে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য শ্রীনগরে স্থানান্তর করেন। এদিকে, হামলার পরপরই জম্মু ও কাশ্মীর পুলিশ এবং নিরাপত্তা বাহিনী পুরো এলাকাটি ঘিরে রেখেছে ৷ পাশাপাশি অন্যান্য হামলাকারীদের খোঁজে ব্যাপক তল্লাশি অভিযানও শুরু করেছে নিরাপত্তা বাহিনীর জওয়ানরা।

(পিটিআই)

ABOUT THE AUTHOR

...view details