পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

রাজৌরিতে সন্দেহজনক বস্তু উদ্ধার, আইইডি? - রাজৌরি

জম্মু-পুঞ্চ হাইওয়ের কাছে একটি নর্দমায় কাঠের বাক্স, প্রেসার কুকার ও তার গায়ে জড়ানো তার। এই দেখেই সন্দেহ হয় সেটি আইইডি। এরপর এলাকা ঘিরে ফেলে বাহিনী।

jk-suspected-ied-recovered-in-rajouri-district
রাজৌরিতে সন্দেহজনক বস্তু উদ্ধার, আইইডি?

By

Published : Feb 17, 2021, 2:18 PM IST

রাজৌরি, 18 ফেব্রুয়ারি:জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলা থেকে উদ্ধার হল সন্দেহজনক ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস। আধিকারিকরা জানিয়েছেন, হাইওয়ে থেকে উদ্ধার হয়েছে আইইডি।

পুলিশের আধিকারিকরা জানিয়েছেন, মঞ্জকোটে এলাকায় জম্মু-পুঞ্চ হাইওয়ের ধারে একটি নর্দমায় কাঠের বাক্স, একটি প্রেসার কুকার ও তার গায়ে জড়ানো তার দেখে সন্দেহ হয় পুলিশের। এরপরই ওই এলাকায় যানচলাচল নিয়ন্ত্রিত হয়। পুলিশের সন্দেহ, উদ্ধার হওয়া বস্তু ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস।

আরও পড়ুন:গভীর রাতে বিস্ফোরণ,সকালে উদ্ধার বোমা

বম্ব ডিসপোজ়াল স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। ওই এলাকা ঘিরে রেখেছে বাহিনী।

ABOUT THE AUTHOR

...view details