শ্রীনগর ও নয়াদিল্লি, 10 ডিসেম্বর: ফের গ্রেফতার করা হতে পারে তাঁদের, উদ্বিগ্ন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং নেতা-নেত্রীরা ৷ 11 ডিসেম্বর সোমবার সংবিধানের 370 ধারা সংক্রান্ত মামলাগুলির রায় ঘোষণা করবে সুপ্রিম কোর্ট ৷ তার আগে শনিবার জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, মেহবুবা মুফতি তাঁদের গৃহবন্দি করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন ৷ পাশাপাশি উপত্যকার আরও অনেক প্রথম সারির নেতা-নেত্রীরাও গ্রেফতার হতে পারেন বলে আভাস দিয়েছেন তাঁরা ৷
শনিবার কুলগামে ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লা সাংবাদিকদের বলেন, "ওরা (বিজেপি সরকার) আমাদের (জম্মু-কাশ্মীরের প্রথম সারির নেতাদের) যে কোনও অজুহাতে গৃহবন্দি করতে চায় ৷ আমরাও জানি না, এর ফল কী হবে ৷ পাঁচজন সম্মানীয় বিচারপতির মনে কী আছে, বা তাঁরা কী রায় লিখেছেন, তা জানার কোনও উপায় নেই ৷ আমরা কোনও গ্যারান্টি দিতে পারি না যে, আমরাই সফল হব ৷ আমরা শুধু প্রার্থনা আর আশা করতে পারি, রায় যেন আমাদের পক্ষে যায় ৷ আমরা চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি ৷"
পিডিপি প্রধান তথা জম্মু-কাশ্মীরের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি অনন্তনাগে সাংবাদিকদের বলেন, "শুক্রবার রাত থেকে আমরা দেখতে পাচ্ছি, থানাগুলি উপত্যকার দলের কর্মী, বিশেষত পিডিপি কর্মীদের নাম তালিকাভুক্ত করছে ৷ মনে হচ্ছে, জম্মু-কাশ্মীর বা এই দেশের কল্যাণ হবে, এমন কোনও সিদ্ধান্ত নেওয়া হবে না ৷ বরং বিজেপির সুবিধে মতো ব্যবস্থা হবে ৷ আর এর ফল দুর্ভাগ্যজনক ৷"