পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ফের গৃহবন্দি হতে পারেন ওমর-মেহবুবা ! 370 ধারা নিয়ে সুপ্রিম রায় ঘোষণার আগে আশঙ্কা উপত্যকায়

Article 370 Verdict: সংবিধানের 370 ধারা প্রত্যাহার করা হয়েছে 2019 সালে ৷ সোমবার সেই মামলাগুলির রায় ঘোষণা করবে সুপ্রিম কোর্ট ৷ এর আগে আশঙ্কায় রয়েছেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, মেহবুবা মুফতি ৷

ETV Bharat
জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ও ওমর আবদুল্লা

By ETV Bharat Bangla Team

Published : Dec 10, 2023, 12:11 PM IST

Updated : Dec 10, 2023, 12:34 PM IST

শ্রীনগর ও নয়াদিল্লি, 10 ডিসেম্বর: ফের গ্রেফতার করা হতে পারে তাঁদের, উদ্বিগ্ন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং নেতা-নেত্রীরা ৷ 11 ডিসেম্বর সোমবার সংবিধানের 370 ধারা সংক্রান্ত মামলাগুলির রায় ঘোষণা করবে সুপ্রিম কোর্ট ৷ তার আগে শনিবার জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, মেহবুবা মুফতি তাঁদের গৃহবন্দি করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন ৷ পাশাপাশি উপত্যকার আরও অনেক প্রথম সারির নেতা-নেত্রীরাও গ্রেফতার হতে পারেন বলে আভাস দিয়েছেন তাঁরা ৷

শনিবার কুলগামে ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লা সাংবাদিকদের বলেন, "ওরা (বিজেপি সরকার) আমাদের (জম্মু-কাশ্মীরের প্রথম সারির নেতাদের) যে কোনও অজুহাতে গৃহবন্দি করতে চায় ৷ আমরাও জানি না, এর ফল কী হবে ৷ পাঁচজন সম্মানীয় বিচারপতির মনে কী আছে, বা তাঁরা কী রায় লিখেছেন, তা জানার কোনও উপায় নেই ৷ আমরা কোনও গ্যারান্টি দিতে পারি না যে, আমরাই সফল হব ৷ আমরা শুধু প্রার্থনা আর আশা করতে পারি, রায় যেন আমাদের পক্ষে যায় ৷ আমরা চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি ৷"

পিডিপি প্রধান তথা জম্মু-কাশ্মীরের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি অনন্তনাগে সাংবাদিকদের বলেন, "শুক্রবার রাত থেকে আমরা দেখতে পাচ্ছি, থানাগুলি উপত্যকার দলের কর্মী, বিশেষত পিডিপি কর্মীদের নাম তালিকাভুক্ত করছে ৷ মনে হচ্ছে, জম্মু-কাশ্মীর বা এই দেশের কল্যাণ হবে, এমন কোনও সিদ্ধান্ত নেওয়া হবে না ৷ বরং বিজেপির সুবিধে মতো ব্যবস্থা হবে ৷ আর এর ফল দুর্ভাগ্যজনক ৷"

2019 সালের 5 অগস্ট কেন্দ্রের বিজেপি সরকার সংবিধানের 370 ধারা প্রত্যাহার করে বিল পাশ করে ৷ এর ফলে জম্মু ও কাশ্মীর তার বিশেষ মর্যাদা হারায় ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন, দেশ স্বাধীন হওয়ার পর থেকে জম্মু-কাশ্মীর নিয়ে বিতর্ক চলছে ৷ বিজেপি দ্বিতীয় বার ক্ষমতায় এসে 70 দিনের মাথায় 70 বছরের সমস্যার সমাধান করেছে ৷

এই ধারা অবলুপ্তির সময় উপত্যকার বহু নেতা-নেত্রীকে গৃহবন্দি করে রাখা হয়েছিল ৷ এরপর 370 ধারা অবলুপ্তি নিয়ে একাধিক মামলা দায়ের হয় শীর্ষ আদালতে ৷ 11 জুলাই দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ মামলার প্রথম শুনানির দিন, 11 জুলাই জানায়, অন্যতম দুই মামলাকারী আমলা শাহ ফয়জল এবং সমাজকর্মী শেহলা রসিদ সোহরা তাঁদের নাম প্রত্যাহার করেছেন ৷ তাই এই মামলার নতুন নাম হয়, 'ইন রেফারেন্স: আর্টিকল 370 অফ দ্য কনস্টিটিউশন' ৷

আরও পড়ুন:

  1. 370 ধারা প্রত্যাহার-মামলার শুনানি শীর্ষ আদালতে, সরলেন ফয়জল-রশিদ
  2. জম্মু ও কাশ্মীরে যেকোনও সময় ভোটের জন্য প্রস্তুত সরকার, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র
  3. 'উপত্যকার ইতিহাস সম্পর্কে যাঁরা অজ্ঞ তাঁরাই ধারা 370 বাতিলের বিরুদ্ধে,' বললেন আজাদ
Last Updated : Dec 10, 2023, 12:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details