নয়াদিল্লি, 28 মার্চ : জিও গ্রাহকদের জন্য সুখবর ৷ ভারতের বৃহত্তম টেলিকম অপারেটর রিলায়েন্স জিও 259 টাকার নিয়ে এল নতুন প্ল্যান (Jio launches Rs 259 calendar month validity prepaid plan) ৷ যেখানে গ্রাহকরা নতুন এই প্রিপেড প্ল্যান এক ক্যালেন্ডার মাস ভ্যালিডিটি অনুযায়ী পাবেন । নতুন এই প্ল্যানে রোজ 1.5 জিবি ডেটা (Mobile Deta)-সহ আনলিমিটেড কলের (Unlimited Calling) সুবিধা পাওয়া যাবে । এর সঙ্গে প্রতিদিন 100 এসএমএস ও অন্যান্য সুবিধাও উপলব্ধ, সে মাস 30 দিনের হোক বা 31 দিনের ।
আরও পড়ুন:youth paid Rs 2.6 lakh with Re 1 coins: জমানো এক টাকার কয়েনে স্বপ্নপূরণ, 2.6 লাখের বাইক কিনলেন যুবক
সেই অনুযায়ী, এক বছরে রিচার্জের সংখ্যা হবে মাত্র 12টি । যা আগে ছিল 13টি ৷ প্ল্যানটি প্রতি মাসে একই তারিখে পুনরাবৃত্তি হবে । যদি কোনও গ্রাহক 5 মার্চ রিচার্জ করেন তাহলে পরবর্তী রিচার্জের তারিখ হবে এপ্রিলের পাঁচ তারিখ (Jio prepaid plan)।