মুম্বই, 3 জুলাই : ফের চমক ভারতের অন্যতম প্রধান টেলিকম অপারেটিং সংস্থা রিলায়েন্স জিও-র (Reliance Jio) ৷ শনিবার গ্রাহকদের জন্য এক নতুন পরিষেবা ঘোষণা করল তারা ৷ যাকে বলা হচ্ছে ইমারজেন্সি ডেটা লোন ফেসিলিটি ৷ অর্থাৎ এবার থেকে জরুরি ভিত্তিতে ইন্টারনেট ব্য়ালান্স ধার বা ঋণ হিসাবে পাবেন জিও-র নেটওয়ার্ক ব্যবহারকারীরা ৷
আরও পড়ুন :গুগলের সঙ্গে গাঁটছড়া বেঁধে সেপ্টেম্বরেই নতুন স্মার্ট ফোন আনছে রিলায়েন্স
শনিবার এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মুকেশ আম্বানির (Mukesh Ambani) সংস্থা ৷ তাতে বলা হয়েছে, কোনও গ্রাহকের ইন্টারনেট ব্য়ালান্স ফুরিয়ে গেলে এবার থেকে আর সঙ্গে সঙ্গে টাকা দিয়ে রিচার্জ করার প্রয়োজন হবে না ৷ বদলে নতুন পরিষেবার আওতায় তাঁরা তখনই ইন্টারনেট ব্য়ালান্স পেয়ে যাবেন ৷ যা ঋণ হিসাবে গণ্য করা হবে ৷
এমারজেন্সি ডেটা লোন ফেসিলিটি আসলে কী ?
জিও কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ‘এখন রিচার্জ করুন, পরে টাকা মেটান’-এর (Recharge Now and Pay Later) সুবিধাকে আরও সহজ করার জন্যই এই নতুন সুবিধা আনা হয়েছে ৷ সংস্থার বক্তব্য, তাঁদের গ্রাহকরা হাইস্পিড ইন্টারনেটে অভ্যস্ত ৷ কিন্তু ডেটা ব্যবহারের রোজের একটা সীমাবদ্ধতা থাকে ৷ সেই সীমা অতিক্রম করে গেলেই তাঁরা ইন্টারনেট ব্য়বহারের সুবিধা থেকে বঞ্চিত হন ৷ ফের ইন্টারনেট পরিষেবা পেতে হয় তাঁদের সঙ্গে সঙ্গে টাকা দিয়ে রিচার্জ করাতে হয়, আর তা না হলে পরের দিনের জন্য অপেক্ষা করতে হয় ৷ নতুন ব্যবস্থার আওতায় তৎক্ষণাৎ 1 জিবি ডাটা ব্য়ালান্স ঋণ হিসাবে পাবেন গ্রাহক ৷ তার জন্য তাঁকে 11 টাকা খরচ করতে হবে ৷ যা পরে মেটালেও চলবে ৷