রাউরকেলা, 8 অক্টোবর: ওড়িশার রাস্তায় নগ্ন অবস্থায় ঘুরে বেড়াচ্ছেন দুই আদিবাসী মহিলা ৷ ওই এলাকা দিয়ে যাওয়ার সময় তা চোখে পড়ে বিজেপি বিধায়ক কুসুম টেটের ৷ শাল দিয়ে ঢেকে তাঁদের লজ্জা নিবাতরণ করে দু'জনকে উদ্ধার করে নিয়ে আসেন তিনি ৷ ঘটনাটি ঘটেছে ওড়িশার সুন্দরগড়ে ৷ শুক্রবার শহরের কলেজ রোডে বিবস্ত্র অবস্থায় রাস্তায় হাঁটাতে দেখা যায় ওই দুই আদিবাসী মহিলাকে ৷ এরপরেই তাঁদের সেখান থেকে উদ্ধার করা হয় ৷ তাঁদের আপাতত একটি হোমে রাখা হয়েছে ৷ মহিলাদের চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে ৷
নির্যাতিতাদের দাবি অনুযায়ী, তাঁরা সম্পর্কে মা ও মেয়ে ৷ বয়স যথাক্রমে 45 বছর এবং 27 বছর ৷ ঝাড়খণ্ডের একটি গ্রামে তাঁদের বাড়ি ৷ মহিলা জানান, তাঁর তিন মেয়ে রয়েছে । তিনি অভিযোগ করেন, তাঁদের তিনজনকেই যৌন নির্যাতন করা হয়েছে ৷ তাঁর এক নিকট আত্মীয়ই তাঁদের উপর এই যৌন নির্যাতন করেন। এর জেরে মা-মেয়ে মানসিক অবসাদে ভুগতে থাকেন ৷ তারপরেই তাঁরা বাড়ি ছেড়ে ওড়িশায় চলে আসেন ৷