পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Jharkhand IED Blast: ঝাড়খণ্ডে মাওবাদীদের রাখা আইইডি বিস্ফোরণে নিহত প্রৌঢ় - মাওবাদী

ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলায় আইইডি বিস্ফোরণে হয় এক প্রৌঢ়ের মৃত্যু হয়েছে ৷ আহত হয়েছেন তাঁর স্ত্রী ৷ মাওবাদীদের রাখা আইইডি-তে বিস্ফোরণ বলে অনুমান পুলিশের (Maoist Attack in West Singhbhum) ৷

Jharkhand IED Blast
Jharkhand IED Blast

By

Published : Mar 1, 2023, 6:17 PM IST

চাইবাসা (ঝাড়খণ্ড), 1 মার্চ: আইইডি (Improvised Explosive Device) বিস্ফোরণে মৃত্যু হল এক প্রৌঢ়ের ৷ বুধবার সকালে ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার ইচাহাতু অঞ্চলে (IED Blast in West Singhbhum) ৷ বিস্ফোরণে নিহতের স্ত্রী আহত হয়েছেন ৷ পুলিশ জানিয়েছে, নিহতের নাম কৃষ্ণ পুর্তি৷ তিনি স্থানীয় বাসিন্দা ৷ বয়স 52 বছর ৷ আর তাঁর স্ত্রী নন্দী পুর্তি আহত হয়ে হাসপাতালে ভর্তি ৷ পুলিশের একটি সূত্রের দাবি, ওই আইইডি মাওবাদীরাই (Maoist) রেখেছিল ৷ আক্রমণের লক্ষ্য ছিল পুলিশ ৷ কিন্তু তার বিস্ফোরণে মর্মান্তিক পরিণতি হল কৃষ্ণর ৷

পুলিশ জানিয়েছে, ঘটনাটি যে এলাকায় ঘটেছে, তা ঝাড়খণ্ডের (Jharkhand) গোয়েলকারা থানার মধ্যে পড়ে ৷ এখতিয়ারের আওতায় পড়ে । ইছাহাতু গ্রামের ওই দম্পতি তাঁদের চাষের খেতে যাচ্ছিলেন ৷ সেই সময় আইইডিতে পা পড়ে যায় কৃষ্ণর ৷ তখনই বিস্ফোরণ হয় ৷

আইইডি বিস্ফোরণে কৃষ্ণ ও তাঁর স্ত্রী বছর 45-এর নন্দী গুরুতর জখম হন ৷ গ্রামবাসীদের সহায়তায় হাসপাতালে পাঠানোর জন্য তাঁদের ঘটনাস্থল থেকে প্রথমে বাড়িতে আনা হয় । তবে হাসপাতালে যাওয়ার পথে কৃষ্ণর মৃত্যু হয় ৷ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা কৃষ্ণকে মৃত বলে ঘোষণা করেন ৷ নন্দী পুর্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ তিনি আপাতত চিকিৎসাধীন ৷

গত বছরের সেপ্টেম্বরে জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ (NIA) দাবি করে যে মাওবাদীরা ছত্তিশগড়, বিহার, ঝাড়খণ্ড ও অন্ধ্রপ্রদেশের জঙ্গলে আর থাকতে চায় না ৷ তারা সেখান থেকে সরে যাওয়ার পরিকল্পনা করছে ৷ এবার তাদের পরিকল্পনা অসমের পাহাড় ও উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির পাহাড়ে তাদের ঘাঁটি স্থানান্তরিত করার ৷ স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে এই নিয়ে একটি রিপোর্ট দেওয়া হয় ৷ সেই রিপোর্টে এই বিষয়টি উল্লেখ করা হয় ৷ সেখানে আরও জানানো হয় যে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে মাওবাদী নেতা সম্রাট চক্রবর্তীকে গ্রেফতার করা হয় ৷ তাঁর কাছ থেকেই এই তথ্য পাওয়া গিয়েছে ৷

আরও পড়ুন:বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় যুবতীকে 15 বার কোপাল যুবক !

ABOUT THE AUTHOR

...view details