রাঁচি, 31 অগস্ট: রাঁচিতে অ্যাসিড হামলায় (Ranchi Acid Attack) আক্রান্ত কিশোরীকে এয়ারলিফ্ট করে দিল্লিতে উড়িয়ে আনা হচ্ছে (Jharkhand Govt)৷ তার আরও ভালো চিকিৎসার জন্য এই নির্দেশ দিয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন (Hemant Soren)৷ আক্রান্ত কিশোরীর শারীরিক অবস্থার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
ঝাড়খণ্ড সরকারের তরফ থেকে নির্দেশিকায় জানানো হয়েছে যে, বিশেষ চিকিৎসার জন্য মেয়েটিকে এয়ারলিফ্ট করে দিল্লিতে নিয়ে যাওয়া হবে (Ranchi acid attack victim to be airlifted)৷ আরআইএমএস হাসপাতালের সুপারকে নিয়ে গঠিত মেডিক্যাল বোর্ড আক্রান্ত কিশোরীর শারীরিক পরীক্ষা-নীরিক্ষার পর রিপোর্ট পেশ করেছে ৷ তারই ভিত্তিতে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের নির্দেশে রাঁচির ডেপুটি কমিশনার যত দ্রুত সম্ভব ওই কিশোরীকে এয়ারলিফ্ট করার প্রক্রিয়া শুরু করে দিয়েছে ৷ কিশোরীর শরীর অ্যাসিডে এতটাই পুড়ে গিয়েছে যে, সে কথা বিবেচনা করে তার আরও ভালো চিকিৎসার জন্য তৎপর হয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন স্বয়ং ৷