পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Aug 31, 2022, 2:46 PM IST

ETV Bharat / bharat

Ranchi Acid Attack রাঁচিতে অ্যাসিড হামলায় আক্রান্ত কিশোরীকে এয়ারলিফ্ট করে আনা হচ্ছে দিল্লি

রাঁচিতে অ্যাসিড হামলায় (Ranchi Acid Attack) আক্রান্ত কিশোরীকে এয়ারলিফ্ট করে দিল্লিতে নিয়ে যাওয়ার (Jharkhand Govt) সিদ্ধান্ত নিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন (Hemant Soren)৷ তার আরও ভালো চিকিৎসার জন্য এই নির্দেশ দিয়েছেন তিনি ৷

Jharkhand Govt to airlift Ranchi acid attack victim girl to Delhi
রাঁচিতে অ্যাসিড হামলায় আক্রান্ত কিশোরীকে এয়ারলিফ্ট করে আনা হচ্ছে দিল্লি

রাঁচি, 31 অগস্ট: রাঁচিতে অ্যাসিড হামলায় (Ranchi Acid Attack) আক্রান্ত কিশোরীকে এয়ারলিফ্ট করে দিল্লিতে উড়িয়ে আনা হচ্ছে (Jharkhand Govt)৷ তার আরও ভালো চিকিৎসার জন্য এই নির্দেশ দিয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন (Hemant Soren)৷ আক্রান্ত কিশোরীর শারীরিক অবস্থার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

ঝাড়খণ্ড সরকারের তরফ থেকে নির্দেশিকায় জানানো হয়েছে যে, বিশেষ চিকিৎসার জন্য মেয়েটিকে এয়ারলিফ্ট করে দিল্লিতে নিয়ে যাওয়া হবে (Ranchi acid attack victim to be airlifted)৷ আরআইএমএস হাসপাতালের সুপারকে নিয়ে গঠিত মেডিক্যাল বোর্ড আক্রান্ত কিশোরীর শারীরিক পরীক্ষা-নীরিক্ষার পর রিপোর্ট পেশ করেছে ৷ তারই ভিত্তিতে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের নির্দেশে রাঁচির ডেপুটি কমিশনার যত দ্রুত সম্ভব ওই কিশোরীকে এয়ারলিফ্ট করার প্রক্রিয়া শুরু করে দিয়েছে ৷ কিশোরীর শরীর অ্যাসিডে এতটাই পুড়ে গিয়েছে যে, সে কথা বিবেচনা করে তার আরও ভালো চিকিৎসার জন্য তৎপর হয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন স্বয়ং ৷

চাতরার ডেপুটি কমিশনার আবু ইমরান জানিয়েছেন, গত 5 অগস্ট ওই কিশোরীর উপর অ্যাসিড হামলা চালানো হয় ৷ ওই দিনই হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে ৷ তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে ৷ আক্রান্তের পরিবারকে এক লাখ টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে ঝাড়খণ্ড সরকারের তরফে ৷

আরও পড়ুন:পঞ্চায়েতের 2 মহিলা কর্মীর উপর অ্যাসিড হামলা, গ্রেফতার অভিযুক্ত

আক্রান্ত কিশোরীর মা জানিয়েছেন, 4 অগস্ট রাতে তাঁর 17 বছরের কন্যার উপর অ্যাসিড হামলা চালায় সন্দীপ ভারতী নামে এক ব্যক্তি ৷ সে তাঁর মেয়েকে মেরে ফেলতে চেয়েছিল বলে অভিযোগ আক্রান্তের মায়ের ৷ মেয়ের সুরক্ষার জন্য তাঁরা বারবার আবেদন জানালেও পুলিশ তাঁদের কথায় কর্ণপাত করেনি বলেও অভিযোগ করেন তিনি ৷ তার জেরেই সন্দীপ এই নারকীয় অপরাধ করতে সক্ষম হল বলে চোখের জলে জানিয়েছেন আক্রান্ত কিশোরীর মা ৷

ABOUT THE AUTHOR

...view details