পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Jharkhand Gang Rape Allegation: ঝাড়খণ্ডে গণধর্ষণের শিকার যুবতী, ফেরার অভিযুক্তরা - Gang Rape in Jharkhand

ঝাড়খণ্ডের পাকুড়ে এক গণধর্ষণের অভিযোগ সামনে এসেছে ৷ 28 বছরের এক যুবতীকে ধর্ষণের অভিযোগ উঠেছে 10-12 জনের বিরুদ্ধে ৷ তদন্তে পুলিশ ৷

ETV Bharat
ফাইল ছবি

By

Published : Jul 24, 2023, 10:21 PM IST

পাকুড় (ঝাড়খণ্ড), 24 জুলাই: 28 বছরের এক যুবতীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে ঝাড়খণ্ডের পাকুড়ে ৷ রবিবার রাতে ওই যুবতীকে 10-12 জন মিলে ধর্ষণ করে বলে অভিযোগ ৷ জানা গিয়েছে, রবিবার রাতে ঘটনার সময় ওই যুবতী তাঁর বন্ধুর সঙ্গে কোথাও যাচ্ছিলেন বলে জানা গিয়েছে ৷ ঝাড়খণ্ডের বিচলিত করার মতো এই ঘটনা অনেককেই 2012 সালের দিল্লির নির্ভয়াকাণ্ডের কথা মনে করিয়ে দিচ্ছে ৷ দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ ৷

এই ঘটনা প্রসঙ্গে এসডিপিও অজিত কুমার বিমল জানিয়েছেন, ঘটনার প্রেক্ষিতে একটি এফআইআর দায়ের হয়েছে ৷ নির্যাতিতা জানিয়েছেন, 10-12 জন অজ্ঞাত পরিচয় ব্যক্তি যুবতীকে ধর্ষণ করে ৷ পুলিশ জানিয়েছে, তাঁরা নির্যাতিতার বয়ান নিয়েছে, সেই ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত ৷ স্বাস্থ্য পরীক্ষার জন্য নির্যাতিতাকে হাসপাতালেও পাঠানো হয়েছে ৷

তবে পুলিশ জানিয়েছে, ওই যুবতীর বয়ানে কিছু অসঙ্গতি রয়েছে ৷ 10-12 জন অজ্ঞাত পরিচয় ব্যক্তির কথা নির্যাতিতা জানালেও, তিনি তাঁর পুরুষসঙ্গীর নাম বলতে চাননি ৷ পুলিশের আরও দাবি, নির্যাতিতা তদন্তে অসহযোগিতা করছেন ৷ তবে দোষীদের ধরার চেষ্টা চলছে ৷ এখনও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি ৷

আরও পড়ুন: প্রেমের ফাঁদে ফেলে দলিত কিশোরীকে গণধর্ষণের অভিযোগ, দেহ মিলল খালে

পুলিশ সূত্রে খবর, পাকুড়ের মহেশপুর ব্লকে বাড়ি ওই যুবতীর ৷ ঘটনার দিন তিনি তাঁর পুরুষসঙ্গীর সঙ্গে আমপাড়ায় গিয়েছিলেন ৷ সেই সময় ওই দুষ্কৃতীদের খপ্পড়ে পড়েন নির্যাতিতা ৷ তাঁকে টেনে-হিঁচড়ে দূরে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় ৷ তারপর ঘটনাস্থলেই তাঁকে ফেলে রেখে পালায় দুষ্কৃতীরা ৷ এরপরে, কোনওরকমে আমপাড়া পুলিশ স্টেশনে গিয়ে অভিযোগ দায়ের করেন নির্যাতিতা ৷ তদন্তে নেমে পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে ৷ তবে সন্দেহ দেখা দিয়েছে যুবতীর পুরুষ সঙ্গীর ভূমিকা নিয়ে ৷

ABOUT THE AUTHOR

...view details