রাঁচি (ঝাড়খণ্ড), 6 এপ্রিল: প্রয়াত হলেন ঝাড়খণ্ডের শিক্ষামন্ত্রী জগরনাথ মাহাতো ৷ বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যু হয় ৷ চেন্নাইতে তাঁর মৃত্যু হয়েছে ৷ এদিন সকালে তাঁর প্রয়াণের খবর দিয়ে টুইট করেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন ৷ তিনি জগরনাথের মৃত্যুকে অপূরণীয় ক্ষতি হিসেবে উল্লেখ করেছেন ৷
টুইটারে প্রয়াত জগরনাথকে ঝাড়খণ্ডের মহান নেতা বলেও উল্লেখ করেছেন হেমন্ত ৷ পাশাপাশি ‘টাইগার জগরনাথ দা’ বলেও লিখেছেন প্রয়াত ওই নেতা সম্পর্কে ৷ টুইটারে এদিন হেমন্ত লেখেন, ‘‘অপূরণীয় ক্ষতি ! আমাদের বাঘ জগরনাথ দা আর নেই ! আজ ঝাড়খণ্ড তাঁর মতো একজন মহান আন্দোলনকারী, সংগ্রামী, পরিশ্রমী ও জনপ্রিয় নেতাকে হারিয়েছে ।’’ হেমন্ত সরেন জানিয়েছেন, চেন্নাইয়ে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় জগরনাথের ৷ হেমন্ত তাঁর আত্মার শান্তি কামনা করেছেন ৷ এবং পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ৷
জানা গিয়েছে, 2020 সালের সেপ্টেম্বরে করোনায় আক্রান্ত হয়েছিলেন জগরনাথ মাহাতো ৷ রক্তে তাঁর অক্সিজেনের মাত্রা ক্রমশ নামতে শুরু করেছিল ৷ ফলে তিনি আরও অসুস্থ হয়ে পড়ছিলেন ৷ এই পরিস্থিতিতে তাঁর শ্বাসপ্রশ্বাসের সমস্যা শুরু হয় ৷ 2020 সালের 19 অক্টোবর তাঁকে এয়ারলিফ্ট করে চেন্নাই নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করা হয় ৷
একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছিল ৷ শুরুতেই তাঁকে একমো চিকিৎসা দেওয়া হয় ৷ ফুসফুস প্রতিস্থাপনের আগে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল ৷ তামিলনাড়ুর ওই বেসরকারি হাসপাতালে তাঁর বাইল্যাটারাল লাং ট্রান্সফার হয় 2021 সালে ৷ তাঁর অস্ত্রোপচার সফল হয় ৷ ধীরে ধীরে সুস্থও হয়ে উঠছিলেন তিনি ৷ সম্প্রতি আবার অসুস্থ হয়ে পড়েন ৷ তাঁকে আবার লাইফ সাপোর্টে রাখা হয় ৷ বৃহস্পতিবার সকালে তাঁর সেই লড়াই শেষ হয়ে গেল ৷