পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Mining Lease Case: আমি মুখ্যমন্ত্রী, পালিয়ে যাব নাকি, ইডির কাছে হাজিরার আগে প্রশ্ন তুললেন হেমন্ত - খনি দফতর

এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate) কাছে হাজিরা দিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন (Jharkhand CM Hemant Soren) ৷ বেআইনি ভাবে খনির বরাত দেওয়ার মামলায় তাঁকে তলব করেছে ইডি ৷

Jharkhand CM Hemant Soren slams BJP before appearing before ED
Mining Lease Case: আমি মুখ্যমন্ত্রী, পালিয়ে যাব নাকি, ইডির কাছে হাজিরার আগে প্রশ্ন তুললেন হেমন্ত

By

Published : Nov 17, 2022, 1:35 PM IST

রাঁচি (ঝাড়খণ্ড), 17 অক্টোবর: বেআইনি ভাবে খনির বরাত (Mining Lease Case) দেওয়ায় অভিযুক্ত ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন (Jharkhand CM Hemant Soren) ৷ বৃহস্পতিবার সেই মামলায় তিনি হাজিরা দিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate) কাছে ৷ সেখানে যাওয়ার আগে তিনি প্রশ্ন তুললেন, ইডির নোটিশের পদ্ধতি নিয়ে ৷

এদিন ঝাড়খণ্ডের রাঁচিতে তিনি বলেন, ‘‘আমি একজন মুখ্যমন্ত্রী ৷ যেভাবে ইডি তলব করেছে, তাতে মনে হচ্ছে যেন আমরা সেই রকম ব্যক্তি, যাঁরা দেশ থেকে পালিয়ে যেতে পারি ৷’’

প্রসঙ্গত, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনের হাতেই রয়েছে খনি দফতরও (Jharkhand Mining Lease Row) ৷ সেই দফতরের দায়িত্ব থাকা সত্ত্বেও তিনি নিজের নামে সরকারের থেকে খনির লিজ নিয়েছেন ৷ যা বেআইনি বলে অভিযোগ ৷ এই নিয়ে তদন্ত করছে ইডি (ED) ৷ সেই তদন্তের জন্যই এদিন তলব করা হয়েছে হেমন্তকে ৷

কিন্তু হেমন্ত তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ আগেই উড়িয়ে দিয়েছেন ৷ এদিনও তিনি একই কথা বলেছেন ৷ পাশাপাশি এই অভিযোগকে তিনি রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে দেখছেন বলে জানিয়েছেন ৷ তোপ দেগেছেন কেন্দ্রের শাসক দল বিজেপির (BJP) বিরুদ্ধে ৷

হেমন্তর কথায়, ‘‘এই ধরনের পদক্ষেপ রাজ্যে অনিশ্চিয়তা তৈরি হয় ৷ সরকারের স্থিতিশীলতা ভাঙতেই এই চক্রান্ত হচ্ছে বলে বলা যেতে পারে ৷ আমরা যখন থেকে ক্ষমতায় এসেছি, তখন থেকেই সরকারকে ফেলার চক্রান্ত বিরোধীরা করছে ৷’’ কিন্তু সরকার ভাঙার মতো শক্তি এই চক্রান্তের নেই বলেই তিনি দাবি করেছেন ৷

এদিকে এই নিয়ে 1 হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে অভিযোগ ৷ যদিও তা মানতে নারাজ হেমন্ত ৷ তাঁর দাবি, 1 হাজার কোটি টাকার রাজস্ব খনি ও খনিজ সম্পদ থেকে আসে না ৷ তাই তিনি ইডির থেকে জানতে চাইবেন যে কীভাবে 1 হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে তারা সিদ্ধান্তে পৌঁছল ৷

আরও পড়ুন:ঝাড়খণ্ড হাইকোর্টের নির্দেশ খারিজ, সুপ্রিম কোর্টে স্বস্তি হেমন্তর

ABOUT THE AUTHOR

...view details