রাঁচি, 3 নভেম্বর: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা 'এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট' (Enforcement Directorate) বা ইডি (ED)-এর তলবে আপাতত সাড়া দিচ্ছেন না ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন (Jharkhand Chief Minister Hemant Soren) ৷ সংশ্লিষ্ট সূত্র মারফত অন্তত এমনটাই দাবি করা হচ্ছে ৷ উল্লেখ্য, বেআইনি খনি মামলায় (Illegal Mining Case) যে বিপুল পরিমাণ টাকার লেনদেন হয়েছে বলে অভিযোগ, তাতে হেমন্তের যোগ থাকার আশংকা করছেন কেন্দ্রীয় গোয়েন্দারা ৷ সেই কারণেই বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ডেকে পাঠানো হয়েছিল ৷
রাঁচির হিনু এলাকায় ইডি-এর আঞ্চলিক কার্যালয় রয়েছে ৷ সেই দফতরেই এদিন বেলা 11টায় হাজিরা দেওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর ৷ কিন্তু সূত্রের দাবি, এদিন রায়পুরে বিশেষ কাজ রয়েছে হেমন্ত সোরেনের ৷ আগে থেকেই এই নির্ঘণ্ট স্থির হয়ে রয়েছে ৷ তাই সেখানেই যাবেন তিনি ৷ সেক্ষেত্রে তাঁর পক্ষে ইডি-এর কার্যালয়ে হাজিরা দেওয়া সম্ভব নয় ৷ ওয়াকিবহাল মহলের একাংশ যদিও মনে করছে, আসলে ইডি-এর মুখোমুখি হওয়া ঠেকাতেই রায়পুর যাওয়ার অজুহাত বের করেছেন হেমন্ত সোরেন ৷ কিন্তু, সরকার পক্ষ বা তাঁর দল তা মানতে নারাজ ৷