নয়াদিল্লি, 13 সেপ্টেম্বর :2022 সালের প্রথম তিনমাসের মধ্যেই ভারতে অভ্যন্তরীণ উড়ান পরিষেবা ফের চালু করবে জেট এয়ারওয়েজ (Jet Airways) ৷ সোমবার সংস্থার তরফে অন্তত এমনটাই জানানো হয়েছে ৷ প্রাথমিকভাবে স্থির করা হয়েছে, আগামী বছর দিল্লি-মুম্বই রুটেই প্রথম চলবে এয়ারওয়েজের বিমান ৷ সংস্থার তরফে একটি বিবৃতি পেশ করা জানানো হয়েছে, ‘‘আমাদের হাতে থাকা এয়ার অপারেটর সার্টিফিকেট (এওসি) ব্যবহার করেই যাতে ফের উড়ান পরিষেবা চালু করা যায়, সেই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ৷ এ নিয়ে সংশ্লিষ্ট প্রশাসন এবং বিমানবন্দরগুলির সঙ্গে আমরা কথা বলছি ৷ যাতে উড়ানের সূচি পাওয়া যায় ৷ পাশাপাশি, বিমানবন্দরের পরিকাঠামো ব্যবহারের সুবিধা ও রাতে পার্কিংয়ের ব্যবস্থাও থাকতে হবে ৷’’
আরও পড়ুন :AI plane tyre burst : চাকা ফেটে বিপত্তি, পাঁচ ঘণ্টা পর উড়ল বিমান
অন্তর্দেশীয় উড়ানের পাশাপাশি স্বল্পপাল্লার আন্তর্জাতিক উড়ান পরিষেবাও ফের চালু করার পরিকল্পনা রয়েছে জেট এয়ারওয়েজের ৷ স্থির করা হয়েছে, 2022 সালের শেষ ছয় থেকে তিনমাসের মধ্যেই সেই পরিকল্পনা বাস্তবায়িত করা হবে ৷ জেট এয়ারওয়েজের তরফে থেকে মুরারিলাল জালান বলেন, ‘‘2021 সালের জুন মাসেই আমরা জাতীয় কোম্পানি আইন ট্রাইবিউনালের ছাড়পত্র পেয়েছি ৷ আর তারপর থেকেই আমরা চেষ্টা করে চলেছি, যাতে ফের উড়ান পরিষেবা চালু করা যায় ৷ এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ইতিমধ্যেই আমাদের আলোচনা শুরু হয়েছে ৷ জেট এয়ারওয়েজ 2.0-এর প্রধান লক্ষ্যই হল, 2022 সালের প্রথম তিন মাসের ঘরোয়া উড়ান এবং শেষ ছয় থেকে তিনমাসের মধ্যে আন্তর্জাতিক উড়ান শুরু করা ৷’’