পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

করোনার কোপ, পিছিয়ে গেল জয়েন্ট এন্ট্রাস পরীক্ষা - পিছিয়ে গেল জেইইমেইন

পিছিয়ে দেওয়া হল জেইই মেইন পরীক্ষা ৷ চলতি মাসের 27,28 এবং 30 তারিখ পরীক্ষা হওয়ার কথা ছিল ৷

জেইইমেইন
জেইইমেইন

By

Published : Apr 18, 2021, 11:31 AM IST

Updated : Apr 18, 2021, 12:19 PM IST

নয়াদিল্লি, 18 এপ্রিল : পিছিয়ে দেওয়া হল জয়েন্ট এন্ট্রাস মেইন পরীক্ষা ৷ চলতি মাসের 27, 28 এবং 30 তারিখ পরীক্ষা হওয়ার কথা ছিল ৷ কিন্তু করোনার সংক্রমণ দ্রুত বাড়ার জেরে পরীক্ষা পিছানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার ৷ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল রবিবার এই সিদ্ধান্তের কথা জানান ৷

টুইটে রমেশ পোখরিয়াল লেখেন, বর্তমান কোভিড পরিস্থিতির জন্য এপ্রিল মাসের জেইই মেইন ইঞ্জিনিয়ারিং পরীক্ষা পিছানোর সিদ্ধান্ত নেওয়া হয় ৷ পোখরিয়াল ছাত্র-ছাত্রীদের সুরক্ষার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন ৷ পাশাপাশি শিক্ষার অধিকার সুনিশ্চিত করার কথা বলেন ৷

আরও পড়ুন : করোনার বিরুদ্ধে জয় করবে ভারত, প্রত্যয়ী মোদি ; দিলেন দ্রুত টিকা বাড়ানোর পরামর্শ

জাতীয় পরীক্ষা আয়োজক সংস্থা এনটিএ এর আদেশানুসারে, বর্তমান কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে মূলত পরীক্ষার্থীদের সুরক্ষা এবং সর্বোপরি তাঁদের ভালোর জন্যই এপ্রিল মাসের জেইই মেইন পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত করা হল ৷ পরীক্ষার পরবর্তী তারিখ এখনও বলা হয়নি ৷ যদিও আদেশে বলা হয়, পরীক্ষা শুরুর 15 দিন আগে তারিখ জানিয়ে দেওয়া হবে ৷

Last Updated : Apr 18, 2021, 12:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details