নয়াদিল্লি, 18 এপ্রিল : পিছিয়ে দেওয়া হল জয়েন্ট এন্ট্রাস মেইন পরীক্ষা ৷ চলতি মাসের 27, 28 এবং 30 তারিখ পরীক্ষা হওয়ার কথা ছিল ৷ কিন্তু করোনার সংক্রমণ দ্রুত বাড়ার জেরে পরীক্ষা পিছানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার ৷ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল রবিবার এই সিদ্ধান্তের কথা জানান ৷
টুইটে রমেশ পোখরিয়াল লেখেন, বর্তমান কোভিড পরিস্থিতির জন্য এপ্রিল মাসের জেইই মেইন ইঞ্জিনিয়ারিং পরীক্ষা পিছানোর সিদ্ধান্ত নেওয়া হয় ৷ পোখরিয়াল ছাত্র-ছাত্রীদের সুরক্ষার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন ৷ পাশাপাশি শিক্ষার অধিকার সুনিশ্চিত করার কথা বলেন ৷