দিল্লি, 5 জানুয়ারি : ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজিতে ভরতির যোগ্যতামান কী হবে 7 জানুয়ারি তা ঘোষণা করবেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। একই সঙ্গে আগামী জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্স পরীক্ষার দিন ঘোষণা করবেন তিনি।
7 জানুয়ারি জেইই অ্যাডভান্সড পরীক্ষার দিন ঘোষণা শিক্ষামন্ত্রীর
এদিন একটি টুইট করে রমেশ পোখরিয়াল জানান, " পড়ুয়াদের উদ্দেশ্যে জানাচ্ছি, আগামী 7জানুয়ারি সন্ধ্যা 6টায় আইআইটি-তে ভরতির যোগ্যতামান এবং জেইই অ্যাডভান্স পরীক্ষার দিন ঘোষণা করতে চলেছি।"
জিইই অ্যাডভান্স নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের
এদিন একটি টুইট করে রমেশ পোখরিয়াল জানান, “পড়ুয়াদের উদ্দেশ্যে জানাচ্ছি, আগামী 7 জানুয়ারি সন্ধ্যা 6টায় আইআইটি-তে ভরতির যোগ্যতামান এবং জেইই অ্যাডভান্স পরীক্ষার দিন ঘোষণা করতে চলেছি।”
দেশের 23টি আইআইটি কলেজে ভরতির জন্য জেইই অ্যাডভান্স গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। এই পরীক্ষায় বসতে হলে পরীক্ষার্থীদের জেইই মেইন পরীক্ষায় উত্তীর্ণ হওয়া আবশ্যক।