পটনা, 1 মার্চ : বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের 70 তম জন্মদিন আজ, সোমবার। সেই উপলক্ষ্যে নীতীশ কুমারের জন্মদিন পালন করছে নীতীশের দল জনতা দল ইউনাইটেডের কর্মী-সমর্থকরা। এই দিনটিকে সমগ্র বিহারে 'বিকাশ দিবস' হিসেবেও পালন করা হবে।
মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের জন্মদিন উপলক্ষ্যে আজ দলের কর্মী-সমর্থকরা পটনার গোলামবার স্টেশনের কাছে মহাবীর মন্দিরে পুজোও দেবেন তাঁর শুভকামনায়। একইসঙ্গে তারা দরিদ্র মানুষদের খাতা, পেন্সিল, দুধ এবং লাড্ডুও বিতরণ করবেন। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়ে টুইটও করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।