পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

নীতীশের জন্মদিনে 'বিকাশ দিবস' পালন জেডিইউ কর্মীদের - Wishes

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের 70 তম জন্মদিন উপলক্ষ্যে আজ, সোমবার সমগ্র বিহার জুড়ে 'বিকাশ দিবস' পালন করবেন জেডিইউয়ের কর্মী-সমর্থকরা। একইসঙ্গে তারা দরিদ্র মানুষদের খাতা, পেন্সিল, দুধ এবং লাড্ডুও বিতরণ করবেন।

Chief Minister of Bihar
Nitish Kumar

By

Published : Mar 1, 2021, 1:36 PM IST

পটনা, 1 মার্চ : বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের 70 তম জন্মদিন আজ, সোমবার। সেই উপলক্ষ্যে নীতীশ কুমারের জন্মদিন পালন করছে নীতীশের দল জনতা দল ইউনাইটেডের কর্মী-সমর্থকরা। এই দিনটিকে সমগ্র বিহারে 'বিকাশ দিবস' হিসেবেও পালন করা হবে।

মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের জন্মদিন উপলক্ষ্যে আজ দলের কর্মী-সমর্থকরা পটনার গোলামবার স্টেশনের কাছে মহাবীর মন্দিরে পুজোও দেবেন তাঁর শুভকামনায়। একইসঙ্গে তারা দরিদ্র মানুষদের খাতা, পেন্সিল, দুধ এবং লাড্ডুও বিতরণ করবেন। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়ে টুইটও করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া গিয়েছে যে, আজ করোনার টিকাও নেবেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। পটনায় দলের প্রধান কার্যালয়ে 70 পাউন্ডের কেকও কাটবেন দলীয় কর্মী-সমর্থকরা। পাশাপাশি নীতীশ কুমারের ছবিতে দুধও ঢালবেন তারা।

আরও পড়ুন: পঞ্চায়েত নির্বাচনে প্রতারণার অভিযোগ নীতীশ কুমারের বিরুদ্ধে

একইসঙ্গে প্রতি ভোটকেন্দ্রে একসঙ্গে জড়ো হয়ে দলীয় নেতার জন্মদিন পালনের মাধ্যমে দিনটিকে উদযাপনও করবেন তাঁরা।

ABOUT THE AUTHOR

...view details