পটনা, 29 মার্চ : বিহারে এক জেডিইউ নেতাকে গুলি করে হত্যার অভিযোগ (JDU Leader Deepak Mehta Shot Dead in Danapur) ৷ সোমবার রাতে বিহারের দানাপুরে বাড়ির সামনেই জেডিইউ নেতা দীপককুমার মেহতাকে গুলি করা হয় বলে জানা গিয়েছে ৷ নৈশ্য়ভোজের পর বাড়ির সামনের রাস্তায় হাঁটছিলেন তিনি ৷ অভিযোগ সেই সময় আততায়ীরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায় ৷ জেডিইউ’র দানাপুর নগর পরিষদের সহ-সভাপতি ছিলেন তিনি ৷ তাঁর শরীরে দু’টি গুলি লেগেছে ৷ একটি গুলি বুকে ও একটি মাথায় লেগেছে ৷
এই ঘটনার পর জেডিইউ সমর্থকরা নাসরিগঞ্জ পুলিশ ফাঁড়িতে বিক্ষোভ দেখায় ও ভাঙচুর করে ৷ পরে দানাপুর-গান্ধি ময়দান রোড অবরোধ করে জেডিইউ সমর্থকরা ৷ ঘটনার সময় আশেপাশে থাকা লোকজনই দীপক কুমার মেহতাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় ৷ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন ৷ তবে, ঠিক কী কারণে জেডিইউ নেতাকে মারা হল ? তা স্পষ্ট নয় ৷ রাজনৈতিক কারণে নাকি ব্যক্তিগত শত্রুতার জেরে এই হত্যা তা জানতে তদন্ত করছে পুলিশ ৷