পটনা, 4 অক্টোবর:হাতে রিভলভার নিয়ে হাসপাতালে ঢুকে পড়লেন বিধায়ক ৷ এই নিয়ে শোরগোল পড়ে গেল বিহারের ভাগলপুরের একটি সরকারি হাসপাতালে ৷ হাতে রিভলভার নিয়ে হাসপাতালে বিধায়কের খুল্লামখুল্লা ঘুরে বেড়ানোর ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় ৷ যদিও বিধায়কের যুক্তি, এটাই তাঁর স্টাইল ৷ তাঁর কাছে থাকা রিভলভারের লাইসেন্স রয়েছে বলে দাবি করেন তিনি ৷
মঙ্গলবার রাতে এই ঘটনাটি ঘটেছে বিহারের ভাগলপুরে জওহরলাল নেহরু মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (জেএলএনএমসিএইচ) ৷ সেখানেই হাতে রিভলভার নিয়ে পৌঁছে যান জনতা দল ইউনাইটেডের বিধায়ক গোপাল মণ্ডল ৷ নাতনির সিটি স্ক্যান করানোর জন্য ওই বিধায়ক তাঁর নাতনিকে নিয়ে ভাগলপুরের হাসপাতালে গিয়েছিলেন । তাঁর হাতে রিভলভার দেখে ঘাবড়ে যান সেখানে উপস্থিত সবাই ৷
এ ভাবে আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে কেন হাসপাতালে ঘুরে বেড়াচ্ছেন, এই প্রশ্ন করা হলে তিনি বলেন, এটি এমন একটি জিনিস যা হাতেই নিয়ে রাখতে হয় ৷ এটি ভিতরে রেখে দেওয়ার জিনিস নয় । হাতে রিভলভার নিয়ে ঘোরাটাই তাঁর স্টাইল বলে জানান জেডিইউ বিধায়ক ৷ তিনি জানান, তাঁকে এ ভাবেই দেখতে পছন্দ করেন তাঁর সমর্থক ও অনুগামীরা ৷