পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মোটা তারের ভরসাতেই অলোকানন্দা পার করল জেসিবি

যে ঠিকাদার সংস্থাকে কাজের বরাত দেওয়া হয়েছিল তারা একটি মোটা তারের মাধ্যমে অলোকানন্দা নদীর ওপারে জিসিবি মেশিন নিয়ে যান । তারের সাহায্যে জেসিবির নদী পারাপারের এই দৃশ্য দেখে হতবাক গ্রামবাসীরা ।

chamoli road construction
দড়ি দিয়ে অলোকানন্দা পার করল জেসিবি

By

Published : May 4, 2021, 9:54 PM IST

Updated : May 4, 2021, 10:17 PM IST

চামোলি, 4 মে : উত্তরাখণ্ডের দোয়িং-তপন এলাকার গ্রামবাসীদের দীর্ঘদিন ধরে রাস্তার দাবি এবার পূরণ হচ্ছে । সেতুর সমস্যার জন্যে রাস্তা তৈরির করা এখানে বহুদিন ধরে আটকে ছিল । অলোকানন্দা নদী পার করে অন্য দিকে জেসিবি মেশিন নিয়ে যাওয়া যাচ্ছিল না । কিন্তু এবার তার সমাধান হল । জেসিবি পার হয়ে গেল চলে গেল অলোকানন্দার ওপারে । তাও আবার সেতু ছাড়াই । কীভাবে ?

যে ঠিকাদার সংস্থাকে কাজের বরাত দেওয়া হয়েছিল তারা একটি মোটা তারের মাধ্যমে অলোকানন্দা নদীর ওপারে জিসিবি মেশিন নিয়ে যান । তারের সাহায্যে জেসিবির নদী পারাপারের এই দৃশ্য দেখে হতবাক গ্রামবাসীরা । এই জেসিবি নদীর ওপারে যাওয়ার ফলে গ্রামবাসীদের দীর্ঘদিনের রাস্তার দাবি এবার পূরণ হতে চলেছে ।

লিংজি, পোখনি, হুন্না, দোয়িং ও তপন গ্রামের প্রায় 25 হাজার মানুষের সড়ক পরিবহনের সুবিধার জন্য 2010 সালে 25 হাজার কিলোমিটার সড়কপথের অনুমোদন করেছিল উত্তরাখণ্ড সরকার । 2018 সালে বনভূমি হস্তান্তর প্রক্রিয়াও সম্পন্ন হয়ে গিয়েছিল । তবে এখানকার সবচেয়ে বড় বাধা ছিল অলোকানন্দা নদী ।

মোটা তারের উপর দিয়ে অলোকানন্দা পার করল জেসিবি মেশিন

আরও পড়ুন : ‘‘পারি হো রাহি হে’’-তে দেশি তরকা : ভাইরাল ভিডিয়ো

এই অবস্থায় সমস্যার সমাধানের জন্য এখানে দু'শো মিটার পাহাড় কাটার পরে একটি সেতু নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছিল । কিন্তু সেটি এখনও অনুমোদন পায়নি । পাশাপাশি সেতু তৈরির কাজ শেষ হতেও অনেকটা সময় লেগে যেত । এদিকে রাস্তা তৈরির অনুমোদন পাওয়ার পর এতগুলি বছর পেরিয়ে গেলেও গ্রামবাসীরা সেই সুবিধা পাচ্ছিলেন না । প্রায় সাত কিলোমিটার রাস্তা হেঁটে যাতায়াত করতে বাধ্য হতেন তাঁরা ।

Last Updated : May 4, 2021, 10:17 PM IST

ABOUT THE AUTHOR

...view details