নয়াদিল্লি, 31 অগস্ট: কেন্দ্রীয় সরকার বৃহস্পতিবার জয়া ভার্মা সিনহাকে প্রথম মহিলা সিইও এবং রেলওয়ে বোর্ডের চেয়ারপার্সন নিয়োগ করেছে ৷ রেল বোর্ড ভারতীয় রেলের ক্ষেত্রে সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা ৷ জয়া ভার্মা সম্প্রতি রেলওয়ের মিডিয়া ইন্টার অ্যাকশনের মাথায় ছিলেন ৷ বালাসোরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর জয়া ভার্মাকেই সামনে রেখেছিল রেল ৷ সেই সময় বোর্ডের অপারেশনস এবং বিজনেস ডেভেলপমেন্ট-এর সদস্য হিসাবে তিনি রেলের এই জটিল সিগন্যালিং সিস্টেমের ব্যাখ্যাও দিয়েছিলেন ৷
সরকারের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, "মন্ত্রিপরিষদের নিয়োগ কমিটি (এসিসি) জয়া ভার্মা সিনহা ভারতীয় রেলওয়ে ম্যানেজমেন্ট সার্ভিসেস (আইআরএমএস), সদস্য (পরিচালনা ও ব্যবসা উন্নয়ন), রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে নিয়োগের অনুমোদন দিয়েছে।" তিনি 1 সেপ্টেম্বর বা তার পর দায়িত্ব গ্রহণ করবেন বলে জানা গিয়েছে ৷ একই সঙ্গে, এই পদে তাঁর মেয়াদ আগামী 31 অগস্ট 2024 পর্যন্ত থাকবে।