নয়াদিল্লি, 20 ডিসেম্বর : পানামা পেপারকাণ্ডে পুত্রবধূ ঐশ্বর্য রাই বচ্চনকে ইডির ডেকে পাঠানোর প্রসঙ্গ তোলায় রাজ্যসভায় শাপশাপান্ত করলেন সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন (jaya bachchan outburst in rajya sabha) ৷ সোমবার উত্তেজিত হয়ে জয়া ট্রেজারি বেঞ্চের দিকে তাকিয়ে এক বিজেপি সাংসদকে লক্ষ্য করে বলেন, "আপনার খারাপ সময় আসবে ৷ অভিশাপ দিলাম ৷"
এদিন রাজ্যসভায় যখন মাদক বিল নিয়ে আলোচনা চলছিল তখন সপা সাংসদ জয়া বচ্চন বিরোধী শিবিরের 12 জন সাংসদের সাসপেনশনের প্রসঙ্গ তোলেন ৷ সেসময় রাজ্যসভায় সভাপতিত্ব করছিলেন ভুবনেশ্বর কলিতা ৷ জয়া বচ্চন বলেন, "আমরা সুবিচার চাই ৷ আমরা ওইদিক থেকে (ট্রেজারি বেঞ্চ) সুবিচার পাওয়ার আশা রাখি না ৷ কিন্তু আপনার থেকে কি এই আশা রাখতে পারি ৷ এই সভার সদস্য যে 12 জন সাংসদ বাইরে বসে আছেন আপনি তাঁদের কীভাবে রক্ষা করছেন?" জবাবে ভুবনেশ্বর কলিতা জয়াকে মাদক বিল নিয়ে কিছু বলার থাকলে বলতে বলেন ৷ জয়া প্রত্যুত্তরে বলেন, "এখন আমার বলার সময় ৷"