পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Cong MLA KR Ramesh Rape Controversy : ধর্ষণ নিয়ে বিধায়কের বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে সরব জয়া বচ্চন, স্মৃতি ইরানি - Cong MLA KR Ramesh Rape Controversy

তিনি মুখ ফসকে বিতর্কিত মন্তব্য করে ফেলেছিলেন কর্নাটক বিধানসভায় ৷ তা স্বীকার করে ক্ষমাও চেয়েছেন ৷ কিন্তু তাঁর ওই 'ধর্ষণ' বিষয়ক মন্তব্যে তোলপাড় দেশের রাজনীতি ৷ দিল্লির একটি এনজিও অভিযোগ দায়ের করেছে, তীব্র নিন্দা করেছেন সাংসদ জয়া বচ্চন, কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি ৷ (Cong MLA KR Ramesh Rape Controversy)

Delhi NGO files complaint against Cong MLA KR Ramesh
কে আর রমেশের বিরুদ্ধে সরব জয়া বচ্চন

By

Published : Dec 17, 2021, 1:40 PM IST

নয়াদিল্লি, 17 ডিসেম্বর : ধর্ষণ নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন তিনি, তাও আবার শীতকালীন অধিবেশন চালাকালীন, খোদ কর্নাটক বিধানসভায় ৷ এরপর টুইটে অনুতাপ প্রকাশ করে ক্ষমাও চেয়েছেন ৷ কিন্তু শুক্রবার দিল্লির একটি এনজিও অভিযোগ দায়ের করল কংগ্রেস বিধায়ক (Congress MLA) কে আর রমেশের (K R Ramesh) বিরুদ্ধে ৷ তীব্র সমালোচনা করেছেন সাংসদ জয়া বচ্চন, কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি ৷ (Delhi NGO files complaint against Congress MLA KR Ramesh over 'Rape' comment)

কর্নাটক সরকার (Karnataka Government) যেন প্রাক্তন অধ্যক্ষ কে আর রমেশের বিরুদ্ধে আইন মেনে কড়া পদক্ষেপ করে, অনুরোধ জানিয়েছে দিল্লির এনজিও 'দ্য সোসাইটি ফর সিকিওরিং জাস্টিস' (The Society for Securing Justice) ৷ কর্নাটক বিধানসভায় তাঁর এই মন্তব্য অসংবেদনশীল, মহিলাদের জন্য অপমানজনক, সংবিধান বিরোধী ৷ কারণ তা মানুষের বেঁচে থাকাকে ক্ষতিগ্রস্ত করে, জানানো হয়েছে অভিযোগে ৷

এনজিও-র ভাইস প্রেসিডেন্ট বিনীত জিন্দাল (Vineet Jindal) তাঁর আইনজীবীর মাধ্যমে কর্নাটকের রাজ্যপাল (Karnataka Governor) থাওয়ার চন্দ গেহলটের (Thawar Chand Gehlot) কাছে অভিযোগপত্র জমা দিয়েছেন ৷

আরও পড়ুন : Karnataka Congress MLA on Rape : বিধানসভায় ধর্ষণ নিয়ে বিতর্কিত মন্তব্য, ক্ষমা চাইলেন কংগ্রেস বিধায়ক

বৃহস্পতিবার কর্নাটকে বিধানসভায় অধিবেশন চলায় সময় প্রবীণ কংগ্রেস নেতা তথা প্রাক্তন অধ্যক্ষ কে আর রমেশ অধ্যক্ষকে বলেন, "একটি প্রচলিত প্রবাদ রয়েছে ৷ যদি ধর্ষণ হবে, এটা জানা থাকে, তাহলে শুয়ে পড়ো এবং তার আনন্দ নাও ৷" অভিযোগে জানানো হয়েছে, যদি দেশের নির্বাচিত প্রতিনিধিরাই এ ধরনের কথা বলেন, তাহলে অন্যদের থেকে কী আশা করা যায় ৷

এই বিতর্কিত মন্তব্যে সরব হয়েছেন এসপি-র বিধায়ক জয়া বচ্চন (SP MP Jaya Bachchan) ৷ একটি সংবাদমাধ্যমে তিনি বলেন, "লজ্জাজনক ৷ এদের বিরুদ্ধে দলের কড়া ব্যবস্থা নেওয়া উচিত, যাতে সেটা অন্যদের জন্য উদাহরণ হয় ৷ বাকিরা যেন কখনও এমন কিছু বলার কথা না ভাবতে পারে ৷ আর হাউজ়ে এমন কথা মুখে আনাও ভুলে যায় ৷"

বাদ যাননি নারী ও শিশু কল্যাণ মন্ত্রী (Minister of Women and Child Development) স্মৃতি ইরানি (Smriti Irani) ৷ তিনি এই নেতাকে বহিষ্কারের দাবি জানিয়ে বলেন, "কংগ্রেস উত্তরপ্রদেশে মহিলাদের উন্নয়ন নিয়ে 'লড়কি হু, লড় সকতি হু' স্লোগান দিচ্ছে ৷ এখুনি এই নেতাকে বহিষ্কার করুক দল ৷" তিনি এই মন্তব্যের তীব্র সমালোচনা করে জানান, বিধানসভার ভিতরে এ ধরনের কথা অত্যন্ত ধিক্কারজনক ৷ "একজন মহিলার ধর্ষণের সময় তা উপভোগ করা উচিত", কংগ্রেস নেতা মহিলাদের নিয়ে লজ্জাজনক কথা বলেছেন ৷

ABOUT THE AUTHOR

...view details