পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

JNU over BBC Documentary: মোদিকে নিয়ে বিবিসি'র তথ্যচিত্রের প্রদর্শন বন্ধ করল জেএনইউ - Aishe Ghosh Tweets

দেশে গুজরাত দাঙ্গা নিয়ে তৈরি বিবিসির তথ্যচিত্র দেখানো বন্ধ ৷ ইন্টারনেটে, সামাজিক মাধ্যমগুলিতেও মিলছে না এর লিঙ্ক ৷ জেএনইউ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ নিয়ে কড়া সতর্কবার্তা জারি করল (JNU Gujarat Riot BBC Documentary News) ৷

BBC Modi Documentary
বিবিসির তৈরি তথ্যচিত্র

By

Published : Jan 24, 2023, 8:19 AM IST

Updated : Jan 24, 2023, 9:08 AM IST

নয়াদিল্লি, 24 জানুয়ারি: গুজরাত দাঙ্গা ও নরেন্দ্র মোদি সম্পর্কিত বিবিসির তথ্যচিত্র নিয়ে তুলকালাম চলছে সারা দেশে ৷ মোদি সরকারের নির্দেশে ইতিমধ্যেই টুইটার ও অন্য সব সামাজিক মাধ্যম থেকে এই তথ্যচিত্রের লিঙ্ক সরিয়ে দেওয়া হয়েছে ৷ এই নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে কোথাও কোথাও এই বিতর্কিত তথ্যচিত্র প্রদর্শনের ব্যবস্থা হচ্ছে ৷ এমন অবস্থায় সোমবার জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গুজরাত দাঙ্গার উপর নির্মিত এই তথ্যচিত্র প্রদর্শন বন্ধ করার বিজ্ঞপ্তি প্রকাশ করল ৷ কোনও পড়ুয়া এই সতর্কবার্তা না মানলে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে, জানিয়েছে জেএনইউ (JNU issues advisory over BBC Gujarat Riot Modi Documentary) ৷

ভারতে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন, বিবিসি-র তৈরি তথ্যচিত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা জারি করেছে মোদি সরকার ৷ তারপরেও জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের কয়েকজন পড়ুয়া মঙ্গলবার এটি দেখানো হবে জানিয়ে পামফ্লেটে সেই বার্তা ছড়িয়ে দেয় ৷ বিশ্ববিদ্যালয়ের এসএফআই-এর সক্রিয় কর্মী ঐশী ঘোষ (Aishe Ghosh Tweets) টুইট করে জানায়, "বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের নির্বাচিত সরকার তথ্যচিত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা জারি করেছে ৷ কিন্তু আপনারা আমাদের সঙ্গে যোগ দিন ৷" এর নীচে একটি পোস্টারে লেখা আছে, 24 জানুয়ারি রাত 9টার সময় জেএনইউএসইউ অফিসে এই তথ্যচিত্র দেখানো হবে ৷ এরপরই কড়া পদক্ষেপ কর্তৃপক্ষের (JNU releases advisory over PM Narendra Modi BBC Documentary Screening) ৷

জেএনইউয়ের বিজ্ঞপ্তি

আরও পড়ুন:'সেন্সরশিপ গ্রহণ করব বলে বৃহত্তম গণতন্ত্রের প্রতিনিধি হইনি', বিতর্কিত তথ্যচিত্রের লিংক শেয়ার করে লিখলেন মহুয়া

জেএনইউ বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি বিজ্ঞপ্তি জারি করেছে ৷ সেখানে জেএনইউ প্রশাসন জানিয়েছে, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সদস্যের নামে একদল পড়ুয়া 'ইন্ডিয়া: দ্য মোদি কোয়েশ্চেন' (India: The Modi Question) তথ্যচিত্র দেখানোর বন্দোবস্ত করেছে ৷ তাঁরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে কোনও অনুমতি নেননি ৷ এই ধরনের কাজকে 'অনুমোদন বিহীন' বলে উল্লেখ করেছে বিশ্ববিদ্যালয়৷ এতে বিশ্ববিদ্যালয় চত্বরে 'শান্তি ও সম্প্রীতির আবহ নষ্ট' করতে পারে বলে জানানো হয়েছে ৷

একদল পড়ুয়া জেএনএসইউ-এর নাম করে পামফ্লেট ছাপিয়েছেন ৷ তাঁরা 24 জানুয়ারি, রাত 9টায় টেফলাসে 'ইন্ডিয়া: দ্য মোদি কোয়েশ্চেন' দেখাবেন ৷ এই বিষয়টি প্রশাসনের নজরে এসেছে ৷ এই ইভেন্টের জন্য জেএনইউ প্রশাসনের কাছ থেকে কোনও অনুমতি নেওয়া হয়নি ৷ বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রত্যেককে এই স্ক্রিনিং দেখতে নিষেধ করে সতর্ক করেছেন ৷

Last Updated : Jan 24, 2023, 9:08 AM IST

ABOUT THE AUTHOR

...view details