পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Javed Akhtar Row : আরএসএস-তালিবান নিয়ে জাভেদ আখতারের মন্তব্য়ে বিতর্ক, হুমকি বিজেপি বিধায়কের - Taliban is barbaric

তালিবানের সঙ্গে ভারতের আরএসএস সংগঠনের তুলনা করে বিতর্ক তৈরি করেছেন বলিউডের জনপ্রিয় গীতিকার জাভেদ আখতার ৷ বিজেপি বিধায়ক রাম কদম প্রশ্ন করেছেন, দেশটা যদি তালিবান আদর্শেই চলত, তাহলে কি জাভেদ এমন মন্তব্য করতে পারতেন ?

জাভেদ আখতার
জাভেদ আখতার

By

Published : Sep 5, 2021, 11:32 AM IST

Updated : Sep 5, 2021, 12:24 PM IST

মুম্বই, 5 সেপ্টেম্বর : তাঁর রচিত গানে আছে, এমন কোনও সিনেমা দেশে দেখানো হবে না ৷ যতক্ষণ না তিনি আরএসএস-এর (RSS) সঙ্গে তালিবানকে (Taliban) তুলনা করে তাঁর বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চাইছেন ৷ গীতিকার জাভেদ আখতারকে (Javed Akhtar) এমন হুঁশিয়ারি দিলেন মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক তথা বিজেপির মুখপাত্র রাম কদম (Ram Kadam) ৷

একটি জাতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় জাভেদ আখতার তালিবান প্রসঙ্গ উত্থাপন করে বলেন, "তালিবান যেমন ইসলামিক স্টেট চায়, তেমনই বহু হিন্দু আছে যারা হিন্দু রাষ্ট্র চায় ৷ এরা একই ধরনের মানসিকতার ৷ সে মুসলিম, খ্রিস্টান, ইহুদি হোক বা হিন্দুরা ৷"

তালিবানিরা দুনিয়ায় তাদের বর্বরোচিত ও নিন্দনীয় কাজকর্মের জন্য কুখ্যাত ৷ এই তালিবানের কথা উল্লেখ করে জাভেদ আখতার আরএসস-সহ হিন্দু ধর্ম সংগঠনগুলিকে আক্রমণ করে বলেন, "যারা আরএসএস (RSS), ভিএইচপি (VHP) আর বজরং দলকে (Bajrang Dal) সমর্থন করে, তারাও একই রকম ৷"

এরকম বিতর্কিত মন্তব্যে স্বভাবতই চুপ করে থাকেনি বিজেপি ৷ বিজেপির মুখপাত্র রাম কদম টুইটারে লেখেন, "সঙ্ঘ এবং বিশ্ব হিন্দু পরিষদের কোটি কোটি কর্মীদের কাছে জাভেদ আখতারের এই মন্তব্য শুধুমাত্র লজ্জাজনকই নয়, বেদনাদায়ক এবং অপমানজনক ৷ আর বিশ্বে যাঁরা এই আদর্শ অনুসরণ করে চলেন, তাঁদের জন্যেও ৷"

আরও পড়ুন : PM Narendra Modi : চলতি মাসেই মার্কিন সফরে যেতে পারেন মোদি

তিনি একটি ভিডিয়ো মেসেজও করেন এ প্রসঙ্গে ৷ সেখানে তিনি বলেন, "এই মন্তব্য করার আগে তাঁরা ভাবা উচিত ছিল যে এই এক আদর্শের মানুষ এখন দেশে সরকার চালাচ্ছে ৷ রাজধর্ম পালন করছে ৷ যদি এই আদর্শ তালিবানি হত, তাহলে কি তিনি এরকম মন্তব্য করতে পারতেন ? এতেই বোঝা যায় তাঁর মন্তব্যগুলি কতটা ফাঁপা ৷"

"যতক্ষণ না তিনি হাতজোড় করে সঙ্ঘের কর্মকর্তাদের কাছে ক্ষমা চাইছেন, ততক্ষণ আমরা মা ভারতীর ভূমিতে তাঁর কোনও সিনেমা দেখাতে দেব না ৷ সঙ্ঘের কর্মকর্তারা দেশের জন্য তাঁদের জীবন উৎসর্গ করেছেন",বলিউড গীতিকারের প্রসঙ্গে বলেন পশ্চিম ঘাটকোপারের (Ghatkopar West) বিধায়ক ৷

আখতার অবশ্য সিংহভাগ ভারতীয়ের উপর তাঁর মন্তব্য সমর্থনের দায় বর্তেছেন ৷ তিনি বলেন, "বেশির ভাগ ভারতীয়ের ন্যূনতম সংবেদনশীলতার উপর আমার ভরসা রয়েছে ৷ দেশের বেশির ভাগ মানুষই শোভন আর সহনশীল ৷ তাকে শ্রদ্ধা জানানো উচিত ৷" তবে এখনও পর্যন্ত মাথা না নোয়ালেও সাফাই দিয়ে তিনি বলেছেন, "ভারত কখনওই তালিবানি দেশ হয়ে উঠবে না ৷"

Last Updated : Sep 5, 2021, 12:24 PM IST

ABOUT THE AUTHOR

...view details