মুম্বই, 5 সেপ্টেম্বর : তাঁর রচিত গানে আছে, এমন কোনও সিনেমা দেশে দেখানো হবে না ৷ যতক্ষণ না তিনি আরএসএস-এর (RSS) সঙ্গে তালিবানকে (Taliban) তুলনা করে তাঁর বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চাইছেন ৷ গীতিকার জাভেদ আখতারকে (Javed Akhtar) এমন হুঁশিয়ারি দিলেন মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক তথা বিজেপির মুখপাত্র রাম কদম (Ram Kadam) ৷
একটি জাতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় জাভেদ আখতার তালিবান প্রসঙ্গ উত্থাপন করে বলেন, "তালিবান যেমন ইসলামিক স্টেট চায়, তেমনই বহু হিন্দু আছে যারা হিন্দু রাষ্ট্র চায় ৷ এরা একই ধরনের মানসিকতার ৷ সে মুসলিম, খ্রিস্টান, ইহুদি হোক বা হিন্দুরা ৷"
তালিবানিরা দুনিয়ায় তাদের বর্বরোচিত ও নিন্দনীয় কাজকর্মের জন্য কুখ্যাত ৷ এই তালিবানের কথা উল্লেখ করে জাভেদ আখতার আরএসস-সহ হিন্দু ধর্ম সংগঠনগুলিকে আক্রমণ করে বলেন, "যারা আরএসএস (RSS), ভিএইচপি (VHP) আর বজরং দলকে (Bajrang Dal) সমর্থন করে, তারাও একই রকম ৷"
এরকম বিতর্কিত মন্তব্যে স্বভাবতই চুপ করে থাকেনি বিজেপি ৷ বিজেপির মুখপাত্র রাম কদম টুইটারে লেখেন, "সঙ্ঘ এবং বিশ্ব হিন্দু পরিষদের কোটি কোটি কর্মীদের কাছে জাভেদ আখতারের এই মন্তব্য শুধুমাত্র লজ্জাজনকই নয়, বেদনাদায়ক এবং অপমানজনক ৷ আর বিশ্বে যাঁরা এই আদর্শ অনুসরণ করে চলেন, তাঁদের জন্যেও ৷"