নয়াদিল্লি, 12 মার্চ: অবশেষে মুখ খুললেন জাপানের সেই তরুণী ৷ ভারতকে ভালোবেসে ভারতে বেড়াতে এসেছিলেন তিনি ৷ অথচ, হোলির উৎসব (Holi 2023) চলাকালীন খাস রাজধানীর রাজপথে হেনস্থা করা হয় তাঁকে (Japanese Woman molested during Holi) ! রং মাখানোর অছিলায় একদল তরুণ ওই পর্যটককে ঘিরে ধরে তাঁর সঙ্গে চরম অশালীন আচরণ করে ! সেই মুহূর্তের ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল (Holi Viral Video) হতেই সমালোচনার ঝড় ওঠে ৷ কঠোর পদক্ষেপ করে দিল্লি পুলিশ ৷ নারী দিবসের সেই ভয়াবহ স্মৃতি নিয়ে অবশেষে সরব হলেন নিগৃহীতা ৷ মুখ খুললেন দেশে ফেরার পর ৷ একের পর এক টুইটে ব্যক্ত করলেন নিজের অভিজ্ঞতা ৷ জানালেন, তাঁর সঙ্গে যে ঘটনা ঘটেছে, তা একেবারেই 'দুর্ভাগ্যজনক' ! তবে, এতকিছুর পরও ভারতের প্রতি ভালোবাসায় ভাটা পড়েনি ওই তরুণীর ৷ বরং, বিতর্ক যাতে শেষ হয়, সেই বার্তা দিয়েছেন তিনি ৷
নিগৃহীতা তরুণী টুইটগুলি করেছেন নিজের মাতৃভাষায় (Japanese Woman reacts on her Molestation during Holi) ৷ তার বাংলা তর্জমা করলে যে অর্থ হয়, সেগুলি হল- "গত 9 মার্চ আমি ভারতের হোলি উৎসবের একটি ভিডিয়ো টুইট করি ৷ পরবর্তীতে সেই টুইটটি অসংখ্যবার রিটুইট করা হয় ৷ বহু মানুষ আমাকে সরাসরি মেসেজ করেন ৷ আমি এসবের জন্য প্রস্তুত ছিলাম না ৷ তাই ভয় পেয়ে গিয়েছিলাম ৷ ভয়ে আমি সেই টুইটটি মুছে ফেলি ৷ আমার এই টুইট যদি কাউকে আঘাত দিয়ে থাকে, তার জন্য ক্ষমাপ্রার্থী ৷"
আর একটি টুইটে ওই তরুণী লেখেন, "আমি শুনেছিলাম, হোলির সময় দিনের বেলাতেও মেয়েদের একা রাস্তা বেরোনো বিপজ্জনক হতে পারে ৷ কিন্তু, আমি হোলিতে অংশ নিয়েছিলাম ৷ আমার সঙ্গে আরও 35 জন বন্ধু ছিলেন ৷ দুর্ভাগ্যজনকভাবে তারপরও এমন ঘটনা ঘটে ৷"
তরুণী আরও দাবি করেছেন, "ওই ভিডিয়োটুকু দেখে পুরো ঘটনা সম্পর্কে ধারণা করা সম্ভব নয় ৷ আসলে যিনি এই ভিডিয়োটি শুট করেছিলেন, তিনি এবং সেখানে উপস্থিত আরও অনেকে আমাদের সাহায্য করেছিলেন ৷ যাতে আমরা ওখান থেকে বেরিয়ে যেতে পারি ৷ যে জায়গায় এই ভিডিয়োটি শুট করা হয়েছিল, সেটি ভারতের অন্যতম অসুরক্ষিত এলাকা ৷"