পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

India-Japan 14th Annual Summit : পাঁচ বছরে ভারতে 42 বিলিয়ন ডলার বিনিয়োগ, ঘোষণা করতে পারেন জাপানের প্রধানমন্ত্রী - ভারত সফরে জাপানের প্রধানমন্ত্রী, আসতে চলেছে বিপুল জাপানি বিনিয়োগ

জাপানের প্রধানমন্ত্রী পদে বসার প্রথম এটাই প্রথম ভারত সফর ফুমিয়ো কিশিদার (Japanese PM Fumio Kishida) ৷ আর এই প্রথম সফরেই বিপুল পরিমাণ বিনিয়োগের কথা ঘোষণা করতে পারেন কিশিদা ৷

japanese pm in india
ভারত সফরে জাপানের প্রধানমন্ত্রী, আসতে চলেছে বিপুল জাপানি বিনিয়োগ

By

Published : Mar 19, 2022, 3:49 PM IST

নয়াদিল্লি, 19 মার্চ : শনিবার দু'দিনের ভারত সফরে আসছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিয়ো কিশিদা (Japanese PM Fumio Kishida)৷ সংবাদসংস্থা সূত্রে খবর, কিশিদার এই সফরে ভারতে বিপুল বিনিয়োগের ঘোষণা করতে পারে জাপান ৷

জাপানের সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, আগামী পাঁচ বছরে ভারতে 42 বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান ৷ ভারত সফরে এসে এই সংক্রান্ত ঘোষণা করতে পারেন সে দেশের প্রধানমন্ত্রী ৷

আরও পড়ুন : 14তম বার্ষিক বৈঠকে যোগ দিতে ভারতে জাপানের প্রধানমন্ত্রী ফুমিয়ো কিশিদা

এছাড়াও ভারতকে 300 বিলিয়ন ইয়েন ঋণও দেবে জাপান ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে জাপানের প্রধানমন্ত্রী ফুমিয়ো কিশিদার দ্বিপাক্ষিক বৈঠকে এই বিষয়টি চূড়ান্ত হতে পারে ৷ শক্তি ক্ষেত্রে পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার ও কার্বন নির্গমন কমানো নিয়েও চুক্তি সাক্ষরিত হতে পারে এশিয়ার এই দুই বৃহৎ অর্থনীতির দেশের মধ্যে ৷

জাপানের প্রধানমন্ত্রী পদে আসার পর এটাই প্রথম ভারত সফর হতে চলেছে ফুমিয়ো কিশিদার ৷

ABOUT THE AUTHOR

...view details